কেন IPython Notebook সম্পর্কে জানা প্রয়োজন?

Author Topic: কেন IPython Notebook সম্পর্কে জানা প্রয়োজন?  (Read 2026 times)

Offline rezwana

  • Newbie
  • *
  • Posts: 35
  • Know Yourself
    • View Profile
একটা নোটবুক আমরা যেসব কাজে ব্যবহার করে থাকি। IPython Notebook কে প্রোগ্রামারের নোটবুক বললে ভুল বলা হবে না।
মেশিন লার্নিংয়ের কাজগুলো যেহেতু ইটারেবল, মানে কাজ করার পাশাপাশি প্রায়ই কাজের আগের অংশ ও পরের অংশ চেক করতে হয় সেজন্য IPython Notebook মেশিন লার্নিংয়ের জন্য পার্ফেক্ট টুল।
কোড শেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা কোড শেয়ার করি কিন্তু যার সাথে শেয়ার করা হয় তাকে নিশ্চয়ই কোড রান করে দেখতে হয়। IPython Notebook এর ক্ষেত্রে ডকুমেন্টগুলো শেয়ারেবল। প্রতিটি কমান্ডের বা কমান্ড বান্ডলের আউটপুট একটি ডকুমেন্টের মাধ্যমে শেয়ার করা সম্ভব।
আরেকটি বড় সুবিধা হল IPython Notebook পুরোপুরি Markdown ফরম্যাটিং সাপোর্টেড। ইচ্ছা করলে আপনি নোট আকারে কথাবার্তা Markdown Format এ লিখে দিতে পারেন।
IPython Notebook পাইথনের পাশাপাশি: C#, Scala, PHP .. ইত্যাদি অন্যান্য ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে, তবে সেক্ষেত্রে প্লাগিন ব্যবহার করতে হবে।

আরো জানতেঃ
https://ml.manash.me/module_intro/ipython_notebook.html

কনটেন্ট কার্টেসিঃ মানস মণ্ডল
Rezwana Sultana
Lecturer,
Department of CSE, FSIT, DIU.