Vibrant's 'atmosphere' created

Author Topic: Vibrant's 'atmosphere' created  (Read 957 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
Vibrant's 'atmosphere' created
« on: March 12, 2018, 12:09:45 PM »


ভিনগ্রহ নিয়ে বিস্তর গবেষণা চলছে। সেই গবেষণায় নতুন এক সফলতার খবর দিলেন বিজ্ঞানীরা। তাঁরা বলেন, পৃথিবীতে বসেই তাঁরা ভিনগ্রহের ‘আবহমণ্ডল’ তৈরি করতে পেরেছেন। এই আবিষ্কারের তাৎপর্য হলো, এর মধ্য দিয়ে অন্যান্য গ্রহের গতিবিধি সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই ‘আবহমণ্ডল’ কাজে লাগবে ভিনগ্রহে  মানুষের বসবাসের স্বপ্ন বাস্তবায়নের গবেষণায়ও।

গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির একদল গবেষক। তাঁদের গবেষণাপত্রটি সম্প্রতি ছাপা হয়েছে জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ‘ন্যাচার অ্যাস্ট্রোনমি’ সাময়িকীতে।

গবেষকরা জানান, এই গবেষণায় তাঁরা ‘হাবল স্পেস টেলিস্কোপের’ মাধ্যমে ভিনগ্রহের আবহমণ্ডলের গ্যাসের অন্তর্গত উপাদানগুলো প্রথমে শনাক্ত করেন। এরপর সেই অনুযায়ী তাঁরা গবেষণাগারে ভিনগ্রহের আবহমণ্ডল তৈরি করেন।

এ ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন গবেষকরা। তাঁরা জানান, ‘হাবল স্পেস টেলিস্কোপ’ দিয়ে গ্যাসের অন্তর্গত সব উপাদান একেবারে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া ওই সব উপাদানের আচরণ নির্ভর করে গ্যাসের সঙ্গে ওই গ্রহের আলোর সম্পর্কের ওপর। এই সম্পর্কের ভিত্তিতে প্রতিনিয়ত ওই সব উপাদানের আচরণ বদলাতে থাকে। তবে ২০১৯ সালে ‘ওয়েব’ নামের যে টেলিস্কোপ বসানো হবে, সেটি দিয়ে সব কিছু নির্ভুলভাবে শনাক্ত করা যাবে বলে আশাবাদী গবেষকরা। সূত্র : বিবিসি।
« Last Edit: April 02, 2018, 02:46:05 PM by rumman »
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar