১০ ঘণ্টায় প্লেন বানাবে বোয়িং!

Author Topic: ১০ ঘণ্টায় প্লেন বানাবে বোয়িং!  (Read 924 times)

Offline afrin.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 423
  • Test
    • View Profile
নতুন নতুন যাত্রীর সঙ্গে দিন দিন বাড়ছে প্লেনের সংখ্যা। তাই ২০২০ সালের মধ্যে প্রতি ১০ ঘণ্টায় একটি করে প্লেন বানানোর লক্ষ্যে এগোচ্ছে বোয়িং।

বোয়িংপ্রধান ডেনিস মুইলেনবার্গ জানিয়েছেন, এ দশকের শেষে বছরে ৯০০টিরও বেশি প্লেন বানানোর কথা রয়েছে। বর্তমানে রেকর্ড হারে প্লেন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের।

সিএনবিসিকে মুইলেনবার্গ বলেন, এ দশকের শেষে অ্যারোস্পেস ও প্রতিরক্ষা জায়ান্ট প্রতিষ্ঠানটি বছরে ৯০০টির বেশি প্লেন তৈরি করবে। আগের বছর রেকর্ড ৭৬৩টি বাণিজ্যিক প্লেন সরবরাহ করেছে বোয়িং। এ হিসাবে প্রতিটি প্লেন তৈরিতে সময় লেগেছে সাড়ে ১১ ঘণ্টা।

চলতি বছর ৮১০ থেকে ৮১৫টি প্লেন সরবরাহের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। মুইলেনবার্গ বলেন, সামনের ২০ বছরে ‘প্লেনের সংখ্যা দ্বিগুণ হবে’- যেখানে ৪১ হাজার নতুন প্লেনের দরকার হবে। তিনি বলেন, প্রতি বছর এয়ার ট্রাফিক বাড়ছে, যা বছরে ছয় থেকে সাত শতাংশ। এতে বিশ্বজুড়ে প্লেনের চাহিদা বাড়ছে বলে জানান বোয়িংপ্রধান।