২০২১ সালে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ১১ কোটিতে পৌঁছবে

Author Topic: ২০২১ সালে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ১১ কোটিতে পৌঁছবে  (Read 1925 times)

Offline nafees_research

  • Sr. Member
  • ****
  • Posts: 344
  • Servant of ALLAH
    • View Profile
২০২১ সালে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ১১ কোটিতে পৌঁছবে

০২১ সাল নাগাদ বিশ্বে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ ২৫৫ শতাংশ বেড়ে যাবে। ফলে ওই বছরে ফাইভজি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনের সরবরাহ ১১ কোটিতে পৌঁছবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

গবেষণা প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০১৯ সালে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ কিছুটা মন্থর হবে। কারণ এ সময়ে বিভিন্ন দেশে ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে অবকাঠামো তৈরি করা হবে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক টম ক্যাং বলেন, ফাইভজি চিপের দাম বেশি হওয়ায় প্রথমদিকে ডিভাইসের দাম বেশি হতে পারে। শুরুতে ডিভাইসগুলো একেবারে প্রিমিয়াম থাকবে। অল্প কয়েকটি দেশ প্রথম দিকে ফাইভজি বিস্তারে অবকাঠামো তৈরি করতে সক্ষম হবে।

গবেষণা প্রতিষ্ঠানটির বিশ্লেষক মরিস ক্লাহেন বলেন, ফাইভজির অবকাঠামো উন্নয়ন ও স্মার্টফোন বিক্রিতে শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান। এসব দেশ ফাইভজির মূল বাজার হতে পারে। ২০১৯ সালের মধ্যেই ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোন পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক পিটার রিচার্ডসন বলেন, ফাইভজি ডিভাইসের বাজার দখল দ্রুত সম্প্রসারিত হবে না। তবে একসময় ফাইভজি ডিভাইস ব্যবসায় তেজি ভাব দেখা যাবে।

মার্কিন চিপ নির্মাতা কোয়ালকম এরই মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৫০ ৫জি এনআর মডেম আনার ঘোষণা দিয়েছে, যা ফাইভজি স্মার্টফোনে ব্যবহূত হবে। এর ফলে আগামী বছরের মধেই ফাইভজি স্মার্টফোন আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Source: http://bonikbarta.net/bangla/news/2018-04-24/155643/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A7-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%81%E0%A6%9B%E0%A6%AC%E0%A7%87/
Nafees Imtiaz Islam
Deputy Director, IQAC, DIU and
Ph.D. Candidate in International Trade
University of Dhaka

Tel.:  65324 (DSC-IP)
e-mail address:
nafees-research@daffodilvarsity.edu.bd  and
iqac-office@daffodilvarsity.edu.bd