রাজস্ব আয়ে ইন্টেলকে হটিয়ে শীর্ষে স্যামসাং

Author Topic: রাজস্ব আয়ে ইন্টেলকে হটিয়ে শীর্ষে স্যামসাং  (Read 1274 times)

Offline nafees_research

  • Sr. Member
  • ****
  • Posts: 344
  • Servant of ALLAH
    • View Profile
রাজস্ব আয়ে ইন্টেলকে হটিয়ে শীর্ষে স্যামসাং

সিলিকনভিত্তিক সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে ইন্টেল করপোরেশন গত আড়াই দশক একক শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। কিন্তু ২০১৭ সালে সেমিকন্ডাক্টর খাত থেকে রাজস্ব আয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকসের কাছে অবস্থান হারিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্যমতে, ২০১৭ সালে সেমিকন্ডাক্টর বিক্রি বাবদ স্যামসাংয়ের রাজস্ব আয় ৫ হাজার ৯৮৭ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। এর ফলে স্যামসাংয়ের বাজার দখল ১৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। একই সময়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টেলের রাজস্ব আয় ৫ হাজার ৮৭২ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। এতে প্রতিষ্ঠানটির বাজার দখল দাঁড়িয়েছে ১৪ শতাংশে। ২০১৭ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের বাজার ৪২ হাজার ৪০ কোটি ডলারে পৌঁছে, যা ২০১৬ সালের চেয়ে ২১ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৬ সালে এ খাতের বাজার ছিল ৩৪ হাজার ৫৯০ কোটি ডলারের।

গার্টনারের গবেষণা পরিচালক জর্জ ব্রোকলেহার্স্ট বলেন, ২০১৭ সালে সেমিকন্ডাক্টর শিল্পে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর একটি হলো— সেমিকন্ডাক্টরের বাজার ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে এবং অপরটি হলো— ২৫ বছর ধরে সেমিকন্ডাক্টর বিক্রিতে শীর্ষে থাকা ইন্টেলকে টপকে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। মেমোরি বাজার দ্রুত সম্প্রসারিত হওয়ায় এ দুটি ঘটনা ঘটেছে। ডিআরএএম ও এনএএনডি ফ্ল্যাশ মেমোরির মূল্য কমে যাওয়ায় মেমোরি বাজার বেড়েছে।

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে রাজস্ব আয়ে পঞ্চম স্থানে রয়েছে কোয়ালকম ইনকরপোরেশন। গত বছর প্রতিষ্ঠানটি ১ হাজার ৬০৯ কোটি ৯০ লাখ ডলার রাজস্ব আয় করেছে, যা মোট বাজারের ৩ দশমিক ৮ শতাংশ।

গার্টনার জানায়, ২০১৭ সালে মেমোরির বাজার বেড়েছে। বছরটিতে মেমোরি বাজার আগের বছরের চেয়ে ৬১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে। গত বছর মেমোরি বাবদ স্যামসাংয়ের রাজস্ব আয় প্রায় ২ হাজার কোটি ডলার বেড়েছে, যা ইন্টেলকে হটিয়ে শীর্ষস্থান দখলে সহায়ক হয়েছে।

গার্টনারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্ব আয়ে ইন্টেলকে হটিয়ে স্যামসাং শীর্ষস্থান দখল করলেও তা স্বল্প সময় স্থায়ী হতে পারে। ২০১৯ সালের আগেই স্যামসাং তার রাজত্ব হারাতে পারে বলে গবেষণা প্রতিষ্ঠানটি ধারণা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে নন-মেমোরি সেমিকন্ডাক্টর আগের বছরের চেয়ে ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ২৯ হাজার কোটি ডলারে পৌঁছেছে। গত বছর ১০টি শীর্ষ সেমিকন্ডাক্টর বিক্রেতা প্রতিষ্ঠানের সমন্বিত রাজস্ব আয় ৩০ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

গবেষণা প্রতিষ্ঠানটির তথ্যমতে, গত বছর ইন্টারনেট অব থিংস বা আইওটির প্রবৃদ্ধি সেমিকন্ডাক্টর খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ২০১৭ সালে ওয়্যারলেস কানেক্টিভিটি খাতে সেমিকন্ডাক্টরের প্রবৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

স্যামসাং উচ্চ প্রযুক্তিনির্ভর পণ্যের মেমোরি চিপ প্রস্তুত করে থাকে, যা ডাটা সংরক্ষণের জন্য বিভিন্ন সার্ভারে ব্যাপক পরিসরে ব্যবহার হয়। এপ্রিল-জুন প্রান্তিক থেকে রেকর্ড রাজস্ব আয় করছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের চিপ বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য। একই সময়ে ইন্টেলের রাজস্বও তাদের পূর্বাভাসের চেয়ে কিছুটা বেড়েছে। তবে মোট রাজস্বের ক্ষেত্রে ইন্টেলকে ছাড়িয়ে গেছে স্যামসাং।

বিশ্লেষকদের তথ্যমতে, কয়েক বছর ধরে মেমোরি চিপ বাজারে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে আসছে স্যামসাং। ক্রমবর্ধমান এ বাজারের সুফল পেয়েছে প্রতিষ্ঠানটি। যদিও বাজারটি একসময় ইন্টেলের ওপর নির্ভরশীল ছিল। কম্পিউটারের চেয়ে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের ব্যবহার বৃদ্ধির কারণে স্যামসাংয়ের মতো কোম্পানির কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।

প্রায় এক দশকের অধিক সময় ধরে স্যামসাং এবং ইন্টেল তাদের নিজস্ব সেমিকন্ডাক্টর ব্যবসার ধরন উন্নত করতে কাজ করে যাচ্ছে। ১৯৯২ সালের আগে জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানি (এনইসি) সেমিকন্ডাক্টর বিক্রির মাধ্যমে সবচেয়ে বেশি আয় করত। তবে ব্যক্তিগত কম্পিউটারের জন্য প্রসেসর সরবরাহকারী ইন্টেল ১৯৯২ সাল থেকে সর্বোচ্চ রাজস্ব লাভ করে আসছে। তখন থেকে ইন্টেল এ খাতে একক রাজত্ব করলেও গত বছর স্যামস্যাংয়ের কাছে তা হারিয়েছে।

Source: http://bonikbarta.net/bangla/news/2018-04-25/155729/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82/
Nafees Imtiaz Islam
Deputy Director, IQAC, DIU and
Ph.D. Candidate in International Trade
University of Dhaka

Tel.:  65324 (DSC-IP)
e-mail address:
nafees-research@daffodilvarsity.edu.bd  and
iqac-office@daffodilvarsity.edu.bd

Offline Monir Hossan

  • Sr. Member
  • ****
  • Posts: 368
  • Be religious and surrender to Allah!
    • View Profile
    • Daffodil International University
After long 25 years, the top position has been snatched by Samsung, really they deserve the position.
Mohammad Monir Hossan
Senior Assistant Director (Faculty of Graduate Studies)
E-mail: monirhossain@daffodilvarsity.edu.bd

Offline Tanvir Ahmed Chowdhury

  • Hero Member
  • *****
  • Posts: 517
    • View Profile
Tanvir Ahmed Chowdhury

Assistant Professor
Department of Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University