মোবাইল ব্যাংকিং…আপনার মোবাইল নাম্বার কে ব&#

Author Topic: মোবাইল ব্যাংকিং…আপনার মোবাইল নাম্বার কে ব&#  (Read 1300 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
আমরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট র সাথে পরিচিত, সবারই কোন না কোন ব্যাংকএ অ্যাকাউন্ট আছে। আজ আমি আপনাদের নতুন একটি ব্যাংকিং এর সাথে পরিচয় করিইয়ে দিব তা হল মোবাইল ব্যাংকিং
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ এই প্রথম নিয়ে এলো মোবাইল ব্যাংকিং ।আপনি চাইলেই ডাচ বাংলা ব্যাংক এর যে কোন শাখা থেকে মোবাইল ব্যাংকিং এর জন্য অ্যাকাউন্ট করতে পারবেন ।
অথবা ডাচ বাংলা ব্যাংক এর অনুমিতও agent বাংলালিঙ্ক customer care ও সিটিসেল cash point থেকেও অ্যাকাউন্ট করতে পারবেন
এ ক্ষেতে আপনার মোবাইলটি হয়ে যাবে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার
শুধু আপনার মোবাইল নাম্বার এর শেষে একটা check digit যোগ হবে
যেমন আপনার মোবাইল নাম্বার ০১৬৭৮ ১২৩৪৫৬
আপনার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হবে ০১৬৭৮ ১২৩৪৫৬৭
আপনি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে লেনদেন করেন তা হলে আপনাকে এর জন্য কোন চার্জ দিতে হবে না কিন্তু যদি বাংলালিঙ্ক customer care অথবা সিটিসেল cash point থেকে লেনদেন করেন তা হলে আপনাকে চার্জ দিতে হবে
জমা ১%
উত্তোলন ২%
তবে এখন একবারে ৫০০০ টাকা র বেশি লেনদেন করা যাচ্ছে না এবং একদিনে ৫ বার লেনদেন করা যাবে

মোবাইল ব্যাংকিং এ নিরাপত্তা অনেক স্টং প্রত্যেক লেনদেন এর ক্ষেতে আপনার মোবাইল এ একটি IVR call আসবে আপনি যদি লেনদেন এ রাজি থাকেন তা হলে আপনাকে আপনার গোপন পিন দিতে বলবে ।আপনার পিন সঠিক হলেই লেনদেন সম্পুন্ন হবে

আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংক ATM বুথ use করেও টাকা উত্তোলন করতে পারবেন

আমরা অনেকে ডলার বেচা কেনা করার জন্য একে অপরকে টাকা পাঠানোর দরকার হয় সে ক্ষেতে অনেক সময়ই নিকট দুরুত্তে ব্যাংক পাওয়া যায় না এখন আপনি চাইলেই পেরকের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা পাঠাতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে

সর্বোপরি আমি মনে করি মোবাইল ব্যাংকিং আমাদের জন্য একটি বড অর্জন এজন্য আমি স্যালুট জানাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আতিউর রহমান সাহেব কে যিনি ব্যাংকিং সেবার মান উন্নয়ন এ নিরলস চেষ্টা করছেন।আমি মনে করি উনি যদি চেষ্টা করেন তা হলে pay pal কে বাংলাদেশে আনা সম্ভব হবে
এজন্য outsourcing র যারা হর্তা কর্তা তারা উনার সাথে দেখা করতে পারেন অসম্ভব বলে কিছু নেই সবই সম্ভব .