মোবাইলের(!) জন্য দরকারি(!) কিছু লিংক

Author Topic: মোবাইলের(!) জন্য দরকারি(!) কিছু লিংক  (Read 1754 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
মোবাইলে অনেক সময় আনজিপ করার দরকার হয়। দরকার হয় পিডিএফ বা ওয়ার্ড ফাইল পড়ার, কিংবা কোন ফাইল কনভার্ট করার । মাঝে মাঝে আবার ডিকশনারিও লাগে। অনেক সময় পিডিএফ ফাইল থেকে কপি হয় না, তখন দরকার হয় পিডিএফ ফাইলকে আনলক করা। এসবের জন্যই আজ আপনাদের কিছু দরকারি লিংক দিলাম। কাজে লাগে কি না দেখুন।

১। ইংলিশ টু বাংলাঃ http://bdword.com/bangla_dictionary/lite/index.php?q=
২। গুগল ডিকশনারিঃ http://www.google.com/dictionary?hl=en&sl=en&tl=bn&q=Word
৩। বাংলা ডিকশনারিঃ http://www.dictionary.tamilcube.com/bengali-dictionary.aspx
৪। ডকুমেন্ট(ওয়ার্ড বা পিডিএফ) ভিউয়ারঃ http://view.samurajdata.se/
৫। অনলাইন কনভার্টারঃ http://www.online-convert.com/
৬। পিডিএফ আনলকঃ http://www.ensode.net/pdf-crack.jsf
৭। অনলাইন আনজিপঃ http://lux.wen.ru/unzipper.html

ডিকশনারিগুলোতে ব্রাউজার থেকে শব্দ কপি করে সার্চ বক্সে পেস্ট করেও শব্দার্থ বের করা যাবে। অন্যান্যগুলোর (৪-৭) বেলায় আপনার ফাইলের লিংক দিয়ে অথবা মোবাইল থেকে আপলোড করেও কাজ করতে পারবেন

লিংকগুলো যে শুধু মোবাইলে কাজ করবে তা কিন্তু নয়। কমপিউটারেও সমানভাবে কাজ করবে।