Azadirachta indica (নিম)

Author Topic: Azadirachta indica (নিম)  (Read 2270 times)

Offline Asif.Hossain

  • Full Member
  • ***
  • Posts: 233
    • View Profile
Azadirachta indica (নিম)
« on: November 25, 2011, 12:48:06 PM »

নিম

বোটানিকাল নাম : Azadirachta indica
পরিবার : Meliaceae
ব্যবহৃত অংশ : পাতা ও ফল



প্রায় 4,500 বছর আগে থেকে  ভারতীয় হরপ্পা  সংস্কৃতিতে নিম গাছ  একটি গুরুত্বপূর্ণ চিকিত্সা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । প্রাচীন বিশ্ব সভ্যতার অনেক  গ্রন্থে নিমের ব্যবহার করে  প্রায় ১০০টিরও  বেশি  রোগের চিকিত্সার উল্লেখ পাওয়া যায় ।
নিমের উত্পত্তি গ্রীষ্মমন্ডলীয় ভারত এবং দক্ষিণপূর্ব এশিয়া এবং পশ্চিম আফ্রিকাতে ।

নিমে  তিক্ত  quercetin এবং SS sitosterol glucocide1 রাসায়নিক  উপাদান বিদ্যমান থাকে ।
 
নিমের পাতার জলীয় নির্যাস রক্তে শর্করার মাত্রা কমায় এবং বৃক্করসের  গ্লুকোজ hyperglycaemia প্রতিরোধ করে । নিম খামার প্রাণীদের (গরু ছাগল )আন্ত্রিক কৃমি বিরুদ্ধে কার্যকরি । কৃষি জমিতে মাটি  শোধন এ  প্যাথোজেনর  বিরুদ্ধে antifungal কার্যকলাপ দেখিয়ে থাকে । নিম কাউর, দাদ এবং পাঁচড়াতে অত্যন্ত কার্যকর এছাড়াও মশা তাড়াতে নিম এর পাতা  ব্যবহার করা হয ।

নিম গাছ বায়ু  শোধন করে পরিবেশ রক্ষা করে থাকে । নিমের বীজ থেকে বর্তমানে অনেক রোগের ঔষুধ বানানো হয় তাই উন্নত দেশে নিমের বীজের অনেক চাহিদা রয়েছে যার সিংহ ভাগ ভারত মিটেয়ে থাকে । আমাদের দেশে কোনো প্রকার যত্ন ছাড়াই  নিম গাছ   জন্মে থাকে । নিম চাষ করে যথাযথ ব্যবস্থার মাধ্যমে নিম বীজ সংগ্রহ করে রপ্তানি করা সম্ভব ।
« Last Edit: October 23, 2013, 03:48:40 PM by Asif.Hossain »
Muhammad Asif Hossain
Assistant Registrar
Office of the Registrar
Daffodil International University