নিজ ঘরে বসে বসে ইলম অর্জন করাটা আসল ইলম ও মুজাহাদা নয়

Author Topic: নিজ ঘরে বসে বসে ইলম অর্জন করাটা আসল ইলম ও মুজাহাদা নয়  (Read 1121 times)

Offline abbas

  • Newbie
  • *
  • Posts: 28
  • Test
    • View Profile
ইলম অর্জনের আসল জায়গা হল উলামায়ে কেরামের মজলিস ৷ কেননা, উলামায়ে কেরাম থেকে ইলম হাসিল করলে সেই ইলমের সাথে তরবিয়াত-আত্মশুদ্ধিও থাকে৷
আর ইলম, উলামায়ে কেরাম ও আহলে তাকওয়া ছাড়া হাসিল করলে কিছু মা’লুমাত বা জ্ঞান তো অবশ্যই হাসিল হবে, কিন্তু সেই জ্ঞানের সাথে তরবিয়াত তথা আত্মশুদ্ধি অর্জন হবে না ৷

এ জন্য সর্বক্ষেত্রে উলামায়ে কেরামগণের মজলিসের মুখাপেক্ষী হয়ে থাকা চাই ৷ কেননা, প্রত্যেক জিনিস লেনদেন করার জায়গা নির্দিষ্ট, সবজির দোকানে ওষুধ পাওয়া যাবে না, আর ওষুধের দোকানে গোশত পাওয়া যাবে না ৷ আর গোশ্তের দোকানে সবজি পাওয়া যাবে না ৷এটা কিভাবে সম্ভব হতে পারে যে, দুনিয়ার সামানা ক্রয়ের জন্য প্রত্যেকটির জায়গা আলাদা আলাদা নির্ধারিত রয়েছে। অথচ, ইলমের জন্য আসল ও নির্ধারিত জায়গা উলামা হযরাত ছাড়া অন্য কোথাও ইলম তালাশ করা হবে! এটা তো একটা সাধারণ বিষয় যে, দুনিয়াবী জিনিস যদি নির্ধারিত শপ ছাড়া না পাওয়া যায়, তাহলে ইলমের মত এত দামী একটা জিনিস উলামা এবং ইলমের মারকাজ মাদারিস ছাড়া কিভাবে পাওয়া যাবে ও অর্জন করা যাবে?

এ জন্য ইলম অর্জন করো সাহাবায়ে করাম ও আমাদের আকাবিরদের  তরিকার উপর ৷ নিজের পরিবেশ থেকে বের হয়ে ইলমের পরিবেশে প্রবেশ করে ইলম অর্জন করাই হলো আসল ইলম ও মুজাহাদা, নিজ ঘরে বসে বসে ইলম অর্জন করাটা আসল ইলম ও মুজাহাদা নয় ৷