Genuin Windows XP

Author Topic: Genuin Windows XP  (Read 2211 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
Genuin Windows XP
« on: October 09, 2011, 08:55:57 AM »
জেনুইন করে নিন উইন্ডোজ এক্সপি নিমেষের মধ্যেই: অবশ্যই কাজ হবে
লিখেছেন ব্লগার জর্জ বার্ণাড’শ , জানুয়ারী ৭, ২০১১ বিভাগ : টিপস এবং ট্রিকস | ৩ টি মন্তব্য এবং 179 বার পঠিত প্রিয়তে নিন
অনেক দিন পর আবার লিখতে বসলাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভাল। আপনার ভাল থাকার মুহুর্তকে আরো ভাল রাখতে আজ একটি নির্ভরশীল টিপস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক-
বাংলাদেশে এখনো প্রায় ৯২% কম্পিউটার ব্যবহারকারীগণ অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন এবং এই অপারেটিং সিষ্টেম ব্যবহার করতে পছন্দ করেন। যদিও বাজারে তার চেয়ে অনেক বেশী ফিচার সম্পন্ন উইন্ডোজ অপারেটিং সিষ্টেম রয়েছে (যেমন- ভিসতা, সেভেন)। এর মূল কারণ, এক্সপি খুব ব্যবহার বান্ধব।
এক্সপি জেনুইন প্রসেসটি শুদ্ধ ভাবে সম্পন করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারন্টে এক্সপ্লোরার ব্যবহার করতে হবে। মজিলা ফায়ারফক্স, অপেরা কিংবা অন্য ব্রাউজার ব্যবহার করলে হবে না।
ধাপ-০১:
নিম্নে দেওয়া লিংকে যান এবং আপনার অপারেটিং সিষ্টেমটি ভেলিডেট করিয়ে নিন। জেনুইন না হলেও আপনাকে ভেলিডেট করিয়ে নিতে হবে-
http://www.microsoft.com/genuine/default.aspx?displaylang=en
“Validate Windows” এ ক্লিক করে আপনার অপারেটিং সিষ্টেমটি ভেলিডেট করিয়ে নিন। পপ-আপ উইন্ডো ওপেন হলে সেটি এক্সেপ্ট করে একটিভ এক্স কন্ট্রোল ইন্সটল করুন।