কম্পিউটারে বিপ শব্দ কেন হয়

Author Topic: কম্পিউটারে বিপ শব্দ কেন হয়  (Read 2184 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
কম্পিউটারে বিপ শব্দ কেন হয়
সকলকে সালাম দিয়ে শুরু করছি।কম্পিউটারে বিপ শব্দ কেন হয় তা অনেক আগে কোনো একটা সাইট থেকে জেনেছিলাম…কোন সাইট থেকে জেনেছিলাম তা ভূলে গেছি তাই লিংক দিতে পারলাম না।যিনি ১ম বিপ নিয়ে লিখেছিলেন উনার প্রতি পূর্ন শ্রদ্ধা রেখে রি-টিউন করলাম।
নিম্নের কতগুলো কারনে কম্পিউটারে বিপ শব্দ হয়:
১টি সর্ট বিপঃ কম্পিউটার সঠিক ভাবে বুট করেছে
২টি সর্ট বিপঃ CMOS এরর
১টি লং ও ১টি সর্ট বিপঃ DRAM বা লজিক বোর্ড এরর
১টি লং ও ২টি সর্ট বিপঃ গ্রাফিক্স বা মনিটর এরর
১টি লং ও ৩টি সর্ট বিপঃ কি-বোর্ড এরর
১টি লং ও ৯টি সর্ট বিপঃ বায়োস রম এরর
চলমান লং বিপঃ DRAM এরর
চলমান সর্ট বিপঃ পাওয়ার এরর
আশা করি নতুন কম্পিউটার ইউজারদের কাজে আসবে….ভালো থাকুন।
Arif Hossain