নাপাক কাপড় কি তিনবারই ধৌত করতে হবে নাকি এর কম ধৌত করলেও চলবে?

Author Topic: নাপাক কাপড় কি তিনবারই ধৌত করতে হবে নাকি এর কম ধৌত করলেও চলবে?  (Read 1101 times)

Offline abbas

  • Newbie
  • *
  • Posts: 28
  • Test
    • View Profile
নাপাক কাপড় কি তিনবারই ধৌত করতে হবে নাকি এর কম ধৌত করলেও চলবে? এমন প্রশ্ন আছে আমাদের অনেকেরই মনে।

আমাদের এ প্রশ্নের উত্তর খুঝতে গিয়ে দুররুল মুখতার, ১/৫৩৬, খুলালাতুল ফাতাওয়া: ১/৪০, ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ১/২২৯, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৯৬, আল-মুহিতুল বুরহানি: ১/২২০, বাহরুর রায়েক: ১/৩০৯ সুত্রে জানা যায়, তিনবার নাপাক কাপড় ধোয়া আবশ্যক নয়।

নাপাক কাপড় একবার ধৌত করার পর যদি প্রবল ধারণা হয় নাপাকী দূর হয়েগেছ।তাহলে একবার ধোয়ার ফলেই যথেষ্ট হবে।