ডেটা হস্তান্তরে বাধ্য হচ্ছে ক্যামব্রিজ অ্যানালিটিকা

Author Topic: ডেটা হস্তান্তরে বাধ্য হচ্ছে ক্যামব্রিজ অ্যানালিটিকা  (Read 1387 times)

Offline SIDDIK142563

  • Newbie
  • *
  • Posts: 9
  • Test
    • View Profile
যুক্তরাজ্যের ইনফরমেরশন কমিশন’স অফিস ক্যামব্রিজ অ্যানালিটিকার মূল প্রতিষ্ঠান এসসিএলের কাছে মার্কিন এক অধ্যাপকের যত ব্যক্তিগত তথ্য আছে সব হস্তান্তরের আদেশ দিয়েছে যুক্তরাজ্যের ডেটা প্রাইভেসি পর্যবেক্ষক। এ নিয়ে একটি নোটিশ পাঠিয়েছে। এতে মার্কিন অধ্যাপক ডেভিড ক্যারোল-এর যত তথ্য রয়েছে সব সরবরাহ করতে বলা হয়। এটি করতে ব্যর্থ হওয়ার কথা বললে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে আর এজন্য ‘সীমাহীন জরিমানা’র মুখে পড়তে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। ডেটা প্রাইভেসি প্রচারণাকর্মীরা বলছেন, এটি এমন নজির সৃষ্টি করবে যার মাধ্যমে লাখ লাখ মার্কিন ভোটার ডেটা সংগ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের ডেটা চাইতে পারবেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-এর নির্বাচনী প্রচারণায় কাজ করেছিল মার্কিন ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। ২০১৪ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেকজান্ডার কোগান-এর বানানো এক অ্যাপ থেকে সংগ্রহ করা ডেটা চলে গিয়েছিল ক্যামব্রিজ অ্যানালিটিকার হাতে।


Courtesy
-আইটি ডেস্ক
-যুগান্তর


Offline Md. Saiful Hoque

  • Sr. Member
  • ****
  • Posts: 283
    • View Profile
Lecturer,
Department of TE,
Faculty of Engineering, DIU