কেয়ামতের দিন আগুনের দু’টি জিহ্বা থাকবে

Author Topic: কেয়ামতের দিন আগুনের দু’টি জিহ্বা থাকবে  (Read 1086 times)

Offline abbas

  • Newbie
  • *
  • Posts: 28
  • Test
    • View Profile
কিছু মানুষের স্বভাব হলো, যখন দুই ব্যক্তি, দুই ঘর বা দুই দলের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়া হয়, তখন তারা সব দলের কাছে গিয়ে অন্য দলের বিরুদ্ধে কথা বলে।

মানুষের সামনে  তার সাথে সুন্দর আচরণ করে কিন্তু পেছনে তার দোষ ত্রুটির আলোচনা করে। এরকম ব্যক্তিকে হাদিসে উল্লেখ করা হয়েছে  ذٌو الْوَجْهَيْنِ বা ‘দ্বিমুখী মানুষ’ বলে।

দ্বিমুখী আচরণ এক ধরনের মোনাফেকি ও ধোঁকার একটি প্রকার। রাসুল সা. দ্বিমুখী আচরণ থেকে বেঁচে থাকতে বলেছেন।  উম্মতকে সতর্ক করে বলেছেন, কেয়ামতের দিন এমন ব্যক্তিকে অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে।

হযরত আবু হোরায়রা রা.- থেকে বর্ণিত রাসুল সা. বলেছেন,

تَجِدُوْنَ شَرَّالنَّاسِ يَوْمَ الْقِيَامَةِ ذَاالْوَجْهَيْنِ الَّذِىْ يَاْتِىْ هؤُلاَءِ بِوَجْهٍ وَهؤُلاَءِ بِوَجْهٍ.

তোমরা কেয়ামতের দিন সবচেয়ে খারাপ অবস্থা দেখবে দ্বিমুখী মানুষের; যারা এক দলের কাছে এক মুখে যায়, আরেক দলের কাছে অন্য মুখে যায়।

হযরত আম্মার ইবনে ইয়াসির রা.-থেকে বর্ণিত রাসুল সা. বলেন-

مَنْ كَانَ ذَاوَجْهَيْنِ فِى الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَّارٍ.

যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী আচরণ করে, কেয়ামতের দিন তার মুখে আগুনের দু’টি জিহ্বা থাকবে।