Very important General Knowledge

Author Topic: Very important General Knowledge  (Read 1276 times)

Offline Md. shahdul Islam

  • Newbie
  • *
  • Posts: 35
  • Test
    • View Profile
Very important General Knowledge
« on: May 13, 2018, 12:06:31 PM »

১. বর্তমানে দেশে নদী বন্দর – ৩০ টি
( সর্বশেষ : সুনামগঞ্জ নদী বন্দর)
২. বাংলাদেশের হাওড় অধ্যুষিত জেলা –
৬টি।
সিলেট,সুনামগঞ্জ, হবিগঞ্জ,মৌলভীবা
জার,নেত্রকোনা, কিশোরগঞ্জ
৩.সম্প্রতি বাংলাদেশ কোন দেশের জন্য
জাহাজ নির্মাণ করেছে- কেনিয়া
৪.বর্তমানে মাথাপিছু আয়- ১৬০২ মা.ড
৫. জিডিপির প্রবৃদ্ধির হার- ৭.২৪%
৬.বর্তমানে বাংলাদেশে উৎপাদনে শীর্ষ
ফল- আম
৭. জাতীয় ফুটবল দলের নতুন কোচ- Andrew
ord( Australia)
৮.প্রেসিডেন্ট ট্রাম্প তার ১০০ দিন
কার্যদিবস এ নির্বাহী আদেশ জারী
করেছেন- ২৬টি
৯. ডোনাল্ড ট্রাম্প তার প্রথম সফরে যে
দেশগুলো ভ্রমন করেন- সৌউদি
আরব,ইসরাইল, ফিলিস্তিন ভূখণ্ড,
বেলজিয়াম, ভ্যাটিকান, সিসিলি
১০. সম্প্রতি কাতারের সাথে কুটনৈতিক
সম্পর্ক ছিন্নকারী দেশ- সৌদি আরব,
সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া,ইয়েমেন
,বাহরাইন,মিশর, মালদ্বীপ(পূর্বে)
১১.দক্ষিন কোরিয়ার ১২ তম প্রেসিডেন্ট –
মুন যে ইন
১২.ফ্রান্সের বর্তমান(২৫তম) প্রেসিডেন্ট
– ইমানুয়েল ম্যাক্রো
১৩. ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী –
এডওয়ার্ড ফিলিপ
১৪.WHO এর নতুন প্রধান- তেদ্রস আদহানম
১৫.SIPRI এর মতে সামরিক ব্যয় এ শীর্ষ
দেশ- যুক্তরাষ্ট্র, চীন,রাশিয়া, ভারত
১৬. সর্বশেষ G-7 সম্মেলন ( ৪৩তম) অনুষ্ঠিত
হয়- তাওরমিনা,ইতালি
১৭. সর্বশেষ NATO(২৮তম) সম্মেলন হয়-
ব্রাসেলস, বেলজিয়াম
১৮.বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলপথ – চীন
মাদ্রিদ রেলপথ ( ১৩হাজার কিমি)
১৯. বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলপথ –
চীন লন্ডন রেলপথ (১২ হাজার কিমি)
২০.ইসরাইল এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম
– আয়রন ডোম
★ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
–> জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
:
★ “দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?
–> সম্রাট আকবর ।
:
★ তাজমহলের নির্মাতা কে ?
–> সম্রাট শাহজাহান।
:
★ মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে
ছিলেন ?
–> শিবাজী।
:
★বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা
করেন কে?
–> হুমায়ুন।
:
★ বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?
–> দোলাই খাল বা দোলাই নদী।
:
★ কুতুব মিনার কোথায় অবস্থিত?
–> দিল্লীতে।
:
★ ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?
–> আলাউদ্দিন হোসেন শাহকে।
:
★ সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ
করেন ?
–> ১৭ বার।
** বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয়
গ্রন্থের নাম –রোজনামচা। প্রকাশ : ১৭
মার্চ ২০১৭। প্রকাশক :
বাংলা একাডেমি।
.
** “সোয়াচ অব নো গ্রাউন্ড ” —
বাংলাদেশের একটি খাতের নাম।
.
** ফরাসি ভাষায় ‘অসমাপ্ত
আত্মজীবনী’ প্রকাশিত হয় — ২৬ মার্চ
২০১৭।
.
** বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ফরাসি
ভাষায় অনুবাদ করেন –প্রফেসর ফ্রান্স
ভট্টাচর্য।
.
** হিন্দি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’
প্রকাশিত হয় — ৮ এপ্রিল ২০১৭।
.
** বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি
ভাষায় অনুবাদ করে — ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়।
.
** বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আরবি
ভাষায় অনুবাদ করে — ফিলিস্তিনি
পররাষ্ট্র মন্ত্রণালয়।
.
** লাল গ্রহ বলা হয় — মঙ্গল গ্রহকে।
.
** পৃথীবিতে স্থলভাগের আয়তন — ২৯%।
.
** পৃথীবির প্রথম কৃত্রিম উপগ্রহ — স্পুটনিক
১।
.
** পৃথীবিতে জলভাগের আয়তন — ৭১%।
.
** স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু
হচ্ছে — পারদ।
.
** সবচেয়ে ভারী তরল পদার্থ — পারদ।
.
** বাংলাদেশি স্থপতি স্থাপত্য
শিল্পের আইনস্টাইন নামে পরিচিত —
এফ আর খান
(সংগৃহীত)
Md. Shahidul Islam
Library Officer
Daffodil International University
Office e-mail: shahidul@daffodilvarsity.edu.bd
Personal e-mail: shahiduldu3002@gmail.com

Phone: 01985764423
Hon's and Masters from Dhaka University (DU)
PGD in Computer Science from Bangladesh Institute of Management (BIM)