যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়

Author Topic: যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়  (Read 1088 times)

Offline abbas

  • Newbie
  • *
  • Posts: 28
  • Test
    • View Profile
* শরীরে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোন কারণ ছাড়া রমজানের রোজা রেখে ইচ্ছাকৃত ভেঙে ফেললে তার উপর কাজা ও কাফফারা ওয়াজিব হবে। কিতাবুল ফিকহ ১/৯০৬

* রমজানের রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও ধূমপান করলে রোজা ভেঙে যাবে। কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। রদ্দুল মুহতার ২/৩৯৫

* রোজা রেখে খাবার বা খাবার জাতীয় কোনো জিনিস বা ওষুধ শরয়ি নিতান্ত ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে আহার করলে রোজা ভেঙে যাবে। কাজা ও কাফফারা ওয়াজিব হবে। কিতাবুল ফিকহ ১/৫৩০

* সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে সঙ্গম করলে স্বামী-স্ত্রী উভয়ের রোজা ভেঙে যাবে। উভয়ের উপর কাজা ও কাফফারা ওয়াজিব হবে। ফতোয়া দারুল উলুম ৬/৪৩৯

বি.দ্র. যদি স্ত্রীর সঙ্গে জোরপূর্বক সহবাস করে তাহলে স্ত্রীর উপর শুধু রোজা কাজা আদায় করা ওয়াজিব। কাফফারা ওয়াজিব হবে না। ফতোয়া দারুল উলুম ৬/৪৩৯