Author Topic: আঙ্গুল ফোটালে যে সাউন্ড হয় , সেটা কেন হয়?  (Read 32 times)

Offline S. M. Enamul Hoque Yousuf

 • Jr. Member
 • **
 • Posts: 73
 • Test
  • View Profile
যখন আঙ্গুল ফোটাই, আঙ্গুল গুলোকে আমরা সাধারনত এমন পরিমান বেন্ডিং করি, যেটা সাধারন ভাবে আঙ্গুলের পক্ষে…হওয়া সম্ভব নয়।
আমাদের জয়েন্ট গুলোর চারপাশে একধরনের ফ্লুইড থাকে, যেটাকে বলা হয়, সাইনোভিয়াল ফ্লুইড। যখন আমরা এভাবে আঙ্গুল গুলোকে তাদের স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে আনি, এই ফ্লুইডে একধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয় এবং একটা বাবল তৈরী হয়, যেটা একদম সাথে সাথেই ভেঙ্গে যায়, এই বাবল ফাটার শব্দটাই হচ্ছে, আঙ্গুল ফোটানোর শব্দের উৎস।
একবার আঙ্গুল ফোটালে বাবল গ্যাস আবার ফ্লুইডে মিশে যেতে প্রায় ২০ মিনিট সময় লাগে। তাই আপনি একবার আঙ্গুল ফোটানোর ২০ মিনিটের মধ্যে আবার সেটা ফোটাতে পারবেন না।।
আঙ্গুল ফোটানো ভাল না খারাপ? সাধারনত আঙ্গুল বা পিঠের হাড় ফোটালে আমাদের হাত বা পিঠ সাময়িক কিছু আরাম পায়, ঐ অঞ্চলের জড়তাটা কাটিয়ে উঠানো যায়,,এই অর্থে আঙ্গুল ফোটানোটা ভাল। আঙ্গুল ফোটানোর সাথে বুড়ো বয়সে আর্থারাইটিস হবারও কোন সম্পর্ক নেই। অনেক বেশি আঙ্গুল ফোটানো , আস্তে আস্তে তাদের জয়েন্ট কিছুটা দুর্বল হয়ে পড়ে। সেজন্য কাজের ফাঁকে হাত বা পিঠকে আরাম দেবার জন্য মাঝে মধ্যে আঙ্গুল ফোটানো যেতে পারে,কিন্তু সেটা যেন বদভ্যাসে পরিণত না হয়।
কার্টেসি: মেডিকেল স্কলার

Offline parvez.te

 • Full Member
 • ***
 • Posts: 155
 • Test
  • View Profile

Offline khyrul

 • Full Member
 • ***
 • Posts: 117
 • Test
  • View Profile