জিমেইল হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে

Author Topic: জিমেইল হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে  (Read 2231 times)

Offline tariq.alam

  • Newbie
  • *
  • Posts: 22
  • মানুষ তার স্বপ্নের চাইতেও অনেক বড়।
    • View Profile
পৃথিবীর জনপ্রিয় ইমেইল সার্ভিস জিমেইল। এটি গুগলের পরিষেবা। সারা পৃথিবীতে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী বিনামূল্যে সেবাটি উপভোগ করছে।

ভার্চুয়াল বার্তা আদান-প্রদানের জনপ্রিয় এই মাধ্যমটিতে হ্যাকাররা প্রায়ই হানা দেয়।  আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি সন্দেহজনক কিছু লক্ষ্য করেন তাহলে হয়তো হ্যাক হয়ে গিয়েছে আপনার জিমেইল অ্যাকাউন্ট। অথবা ভবিষ্যতে যদি কখনো আপনার জিমেইল হ্যাক হয় তবে নিচে দেখে নিন কীভাবে তা ফেরত পাবেন।

স্টেপ ১। অ্যাকাউন্ট রিকভারি পেজে যান।

স্টেপ ২। আপনি পাসওয়ার্ড মনে করতে না পারলে 'Try different question’ এ ক্লিক করুন।

স্টেপ ৩। এবার আপনার রিকভারি ইমেইল অথবা ফোন নম্বর দিন।

স্টেপ ৪। এবার এই রিকভারি ইমেইল অথবা ফোন নম্বরে গুগল রিকভারি কোড পাঠাবে।

স্টেপ ৫। এছাড়াও আপনি সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারেন।

স্টেপ ৬। আম্পনার রিকভারি ইমেল বা ফোন নম্বরে কোডটি এলে সেটি জিমেইলে দিলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে।

স্টেপ ৭। এরপরে সাইন ইন করার সময় সিকিউরিটি চেক করতে ভুলবেন না।

এছাড়াও নিচের স্টেপগুলি মনে রেখে নিজের জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন।

১। সবসময় গুগলের সিকিউরিটি চেকআপ ফলো করুন। এর মাধ্যমে গুগল আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে ও অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যাবহারের হাত থেকে আটকাবে।

২। মাঝে মধ্যেই নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করুন।

৩। একই পাসওয়ার্ড একাধিক ওয়াবসাইটে ব্যাবহার করবেন না। আদালা ওয়াবসাইটে আলাদ পাসওয়ার্ড ব্যাবহার করুন।

৪। চেষ্টা করুন ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড না সেভ করতে।

৫। যে সব ওয়েবসাইটে আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেখানকার পাসওয়ার্ড আপনার জিমেইলের পাসওয়ার্ড থেকে আলাদা করুন।

৬। রিকভারি ইমেল ও ফোন নম্বর ঠিক করে আপডেট করুন। এই দুটির একটিও কাজ না করলে পাসওয়ার্ড রিসেট করতে সমস্যায় পড়তে হবে।