এ আরেক ‘মেসি’

Author Topic: এ আরেক ‘মেসি’  (Read 1876 times)

Offline 710001658

  • Jr. Member
  • **
  • Posts: 59
  • Test
    • View Profile
এ আরেক ‘মেসি’
« on: June 20, 2018, 09:47:36 AM »


গেল কয়েক মাসে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন। লিওনেল মেসির ‘লুক অ্যালাইক’ প্রতিযোগিতা এখন বিশ্বে চললে শিরোপাটা বুঝি রেজা পারাসতেশই জিতবেন। মেসির চেহারার সঙ্গে রেজার চেহারা অনেকটাই মিল।

মেসির লুক অ্যালাইক হওয়ার হ্যাপাও কম নয়। খবর বেরিয়েছিল, ইরানি মেসি নাকি রুশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এই খবর অবশ্য রেজা উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামেও তিনি হিরো হয়ে উঠেছেন। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে এত মিলের কারণে যে তার খ্যাতির বিড়ম্বনা, একথা স্বীকার করেছেন। পুলিশের সঙ্গে হেঁটে যেতে দেখা যাচ্ছে তাকে।

এই প্রথম অবশ্য হ্যাপার মধ্যে পড়েননি রেজা। গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে এই শিক্ষার্থীকে। তার গাড়ি জব্দ করা হয়েছিল।

হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হইচই করতে থাকে যে, রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সঙ্গে সেলফি তুলতে চান। রেজা সানন্দে খ্যাতি উপভোগ করার শাস্তিতে শেষে পুলিশ স্টেশনে গিয়ে নিজের গাড়িটা হারান।

তেমনি এক ঘটনা ঘটেছে এবার বিশ্বকাপের দেশ রাশিয়ায়। হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোয়। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের। মস্কোয় তাকে নাকি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।

ইনস্টাগ্রামে বিষয়টি পরিষ্কার করেছেন ইরানি মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে, মস্কোয় জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা অসত্য। ভিডিওতেই দেখুন আসলে কি ঘটেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা আমার সঙ্গে সেলফি তুলছিলেন। এর ফলে যানজট দেখা দেয়। মস্কোর পুলিশ আমাকে এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যায়। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সঙ্গে সেলফি তুলেছে।

Offline masudur

  • Full Member
  • ***
  • Posts: 164
  • I love teaching.
    • View Profile
    • Visit my website
Re: এ আরেক ‘মেসি’
« Reply #1 on: June 21, 2018, 03:53:49 PM »
ভালো লাগলো জেনে।
Mohammad Masudur Rahman,
Lecturer,
Department of Computer Science and Engineering,
Faculty of Science and Information Technology,
Daffodil International University,
Daffodil Tower,
4/2, Sobhanbag, Mirpur Road,
Dhanmondi, Dhaka-1207.