মাতা পিতার দোয়া

Author Topic: মাতা পিতার দোয়া  (Read 1084 times)

Offline rashed

  • Newbie
  • *
  • Posts: 29
    • View Profile
মাতা পিতার দোয়া
« on: June 22, 2018, 11:57:27 AM »
এক বাচ্চা এত দুষ্ট যে, ছোট বেলায় তাঁর মা বাচ্চার দুষ্টামিতে প্রচন্ড রেগে গেলে বলতেন, তুই ক্বাবা শরীফের ঈমাম হ'।

মা জানতেন, রেগে গিয়ে খারাপ কথা বললে বা বদদোয়া করলে যদি আল্লাহ তা কবুল করে নেন। তাই তাঁর রাগের কথা ছিল, "তুই ক্বাবা শরীফের ইমাম হ'"।

তিনি ক্বাবা শরীফের ইমাম হয়েছিলেন।

মায়ের রাগ কবুল করলেন আল্লাহপাক।

আমার এক জ্যাঠাত ভাইয়ের অত্যাচারে তার মা শুধু বলত, তুই মরিস না কেন!! তুই মরলে আমি বাঁচি"।

সেই মা বেঁচে গিয়েছিলেন। তাঁর ছেলে সুইসাইড করেছিল।

আমার এক দাদাকে ছোটবেলায় তাঁর বাবা প্রায় অভিশাপ দিতেন, তুই পথে পড়ে মরবি"।

তিনি প্রায় পথে পড়েই মরেছিলেন। প্রচুর জমাজমি থাকা সত্বেও প্রায় কপর্দকহীন এবং প্যারালাইজড অবস্থায় অসহায়ভাবে মৃত্যুবরণ করেন।

ছেলেদের বাবার একটা বদঅভ্যাস ছিল। ছেলেদের অভিশাপ দেয়া। ছেলেরা আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি। আমার অতি কাছের লোক তারা।

বাবা মায়েরা সাবধান। বাচ্চাদের রাগ করে শয়তান পর্যন্ত বলবেন না। কবুল হয়ে গেলে, শয়তানই হবে।

সেজদায় পড়ে থাকুন বাচ্চাদের জন্য। অনবরত দোয়া করুন তাদের জন্য। খবরদার, অভিশাপ দেবেন না। উপরের উনি কিন্তু অপেক্ষায় আছেন, আপনার মুখ বা অন্তর থেকে কি বের হয়, তার জন্য।

(সংগৃহীত)