৫০০ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সিস্টেমআই

Author Topic: ৫০০ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সিস্টেমআই  (Read 493 times)

Offline sisyphus

  • Sr. Member
  • ****
  • Posts: 424
  • RAM
    • View Profile
প্রযুক্তি ব্যবসা নিয়ন্ত্রণ ও হার্ডওয়্যার পণ্য রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল তৈরিতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দেবে সিস্টেমআই। ডেস্কটপ ও ল্যাপটপ সার্ভিস, সিসিটিভি ও নেটওয়ার্ক সেটআপ, সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার কৌশল, মার্কেটিং ও লিডারশিপ, গ্রাহক সেবা প্রদান, সেবার মান উন্নয়ন, প্রচারের মাধ্যম, আইটি ব্যবসার ঝুঁকি এসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, আইটি সেবামূলক ব্যবসায় পুঁজির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজের দক্ষতা, আন্তরিকতা ও নিয়মানুবর্তিতা।



শুধু পণ্য বিক্রি করে মুনাফা করার দিন শেষ। এখন তথ্যপ্রযুক্তি পণ্য ব্যবসার সূত্র হচ্ছে ‘পণ্য+দায়িত্বশীল সেবা=অধিক মুনাফা’। তাই দক্ষ ও আন্তরিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কদর দিনে দিনে বাড়বে। আপনি যদি একজন দক্ষ উদ্যোক্তা হতে আগ্রহী হোন এবং আপনার যদি স্বল্প পরিসরে বিনিয়োগ করার সক্ষমতা থাকে তাহলে সিস্টেমআইয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক রেজিস্টেশন করুন www.systemeye.net এই ঠিকানায়।

প্রশিক্ষণের বিষয়: ডেস্কটপ ও ল্যাপটপ সার্ভিস, সিসিটিভি ও নেটওয়ার্ক সেটআপ, সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার কৌশল, মার্কেটিং ও লিডারশিপ, কিভাবে গ্রাহক সেবা প্রদান করতে হয়, সেবার মান উন্নয়নের মাধ্যমে একজন গ্রাহককে কিভাবে দীর্ঘ মেয়াদে ধরে রাখা যায়, প্রচারের মাধ্যমগুলো কি কি, আইটি ব্যবসার ঝুঁকিগুলো কি কি ইত্যাদি। প্রত্যেকটি উপজেলা থেকে একজন এবং মেট্রোপলটন এলাকায় প্রত্যেক থানায় একজন করে উদ্যোক্তা স্বল্প ফিতে এই বিশেষ প্রশিক্ষণ নিতে পারবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তথসূত্রঃ দৈনিক যুগান্তর
Mr. Rafi Al Mahmud
Sr. Lecturer
Department of Development Studies
Daffodil International University