বন্ধুর সাথে চ্যাট করা যাবে ইউটিউবে

Author Topic: বন্ধুর সাথে চ্যাট করা যাবে ইউটিউবে  (Read 1246 times)

Offline Zahir_ETE

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Always beleive in Yourself
    • View Profile
এবার চ্যাট করতে পারবেন ইউটিউবে৷ তাও আবার ভিডিও চলাকালীন৷ আর, প্রয়োজন পড়বে না ভিডিও বন্ধ করার৷ ভিডিও চলাকালীন ইউটিউবে চ্যাট করবেন কীভাবে, এক নজরে দেখে নিন৷

ইউটিউব ওপেন করে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন৷ এরপর, অ্যাক্টিভিটি ট্যাবে ক্লিক করলে দুটি অপশন পাবেন৷ শেয়ারড্ এবং নোটিফিকেশনস্৷ শেয়ার থেকে সরাসরি কনট্যাক্টসে্ গেলে একটি তালিকা আসবে আপনার সামনে৷ তালিকাতে নিজের পছন্দমতো কনট্যাক্সও অ্যাড করে নিতে পারেন৷ এরপর একটি ইনভিটিশন লিস্ট আসবে৷ যেটিকে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের নিজের কনট্যাক্ট লিস্টে অ্যাড করতে পারবেন৷

চ্যাট অপসনটিতে ক্লিক করলেই একটি উইন্ডো আসবে যেখান থেকে সরাসরি চ্যাট করতে পারবেন ইউজার৷ প্রয়োজনে চ্যাটটিকে গ্রুপ কনর্ভাসেশনে পরিবর্তিত করা সম্ভব হবে৷ এছাড়া, থাকবে মিউটের অপসন৷ ইউজারেদের নিয়ে পছন্দের গ্রুপও বানাতে পারবেন আপনি৷ তবে, ইউজারকে সবসময় ইউটিউব নোটিফিকেশন সেটিং সুইচ অন রাখতে হবে, না হলে নোটিফিকেশন পাওয়া সম্ভব হবে না৷

একই ধরণের ম্যাসেজিং ফিচার ওয়েব মাধ্যমেও আনতে দেখা গিয়েছে৷ ইউটিউবে লগ-ইন করে হোম পেজে গেলেই আসবে শেয়ার অপসন৷ সেটিতে ক্লিক করলে ইউটিউবের কনট্যাক্ট লিস্টটি আসবে৷ পছন্দের ইউজারকে খুঁজে না পেলে ইনভিটিশন পাঠিয়ে তাঁকে নিজের ইউটিউব গ্রুপে অ্যাড করে নিতে পারেন৷ কথোপকথন পছন্দ না হলে ‘লিভ’ অপসনটিও থাকছে৷
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University