রক্তদান করলে রক্তদাতার কী উপকার হয়?

Author Topic: রক্তদান করলে রক্তদাতার কী উপকার হয়?  (Read 1062 times)

Offline Sabiha15

  • Newbie
  • *
  • Posts: 19
  • Test
    • View Profile
রক্ত ছাড়া বেঁচে থাকার কথা ভাবা যায় না। দুর্ঘটনায় রক্তক্ষরণ হলে, অস্ত্রোপচারের সময়, রক্তস্বল্পতা হলে-ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে। 

নির্দিষ্ট সময়ের ব্যবধানে রক্ত দিলে শরীরের ক্ষতি হয় না, বরং শরীরের জন্য উপকারী। কারণ, এমনিতেই রক্তের লোহিত কণিকাগুলো চার মাস পরপর স্বাভাবিকভাবেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা ক্ষয় প্রাপ্ত হয়।

১৮ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত একজন মানুষ রক্ত দিতে পারবে। রক্তদাতার ওজন হতে হবে ৫০ কেজি বা ১১০ পাউন্ড। একবার রক্তদানের দুই মাস পরই একজন ব্যক্তি আবার রক্তদান করতে পারবেন।

রক্তদান করলে রক্তদাতার কী উপকার হয়?

    রক্তদান করলে উচ্চ রক্ত চাপের ঝুঁকি কমে।
    স্ট্রোকের ঝুঁকি কমে।
    শরীরে অতিরিক্ত কোলেস্টেরল থাকলে তাও কমে যায়।
    অনেক সময় রক্তদাতার বড় পাওনা- অসহায় বিপন্ন মানুষের জীবন বাঁচানো। সামাজিকভাবেও বিশেষ মর্যাদা পান। গ্রহীতা চিরদিন ঋণী থাকেন।   

লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ

Offline khyrul

  • Full Member
  • ***
  • Posts: 138
  • Test
    • View Profile
ধন্যবাদ । সবার জন্য উপকারী এই পোস্টটি শেয়ার করার জন্য ।