হীনমন্য মন

Author Topic: হীনমন্য মন  (Read 851 times)

Offline Mizanur Rahman (GED)

  • Full Member
  • ***
  • Posts: 216
  • Change in a person leads to a change in a nation
    • View Profile
হীনমন্য মন
« on: October 09, 2018, 03:20:47 PM »
হীনমন্য মন: অন্যরা হয়তো অনেকবার তাকে বলেছে যে তুমি নির্বোধ, তুমি অকর্মণ্য, তুমি কুৎসিত, তুমি বিশ্রী, তুমি দুর্বল, তুমি কাচা; অথবা সে মনে করে যে সে ভাল নয়; স্কুলে বারবার পরীক্ষা ও পুন:পরিক্ষা দেয়; ফলাফল দেখে তাকে বলা হয় তুমি অন্যের মত ভাল নও। অথবা তার চেহারার খুঁত নিয়ে উপহাস করা হয়; ছোট করা হয়; হেয় করা হয়; মর্যাদা লাঘব করা হয়; সে বন্ধুহীন হয়। এক পর্যায়ে দৃড়ভাবে বিশ্বাস করে সে ভাল নয়; তার চেহারার ত্রুটি/বিকৃতি আছে; সে দূর্বল; সে ক্ষুদ্র; সে হীন; সে হীনতায় ডুব দেয় হয়ত দেহগত ভাবমূর্তির জন্য; ভাবে অন্যরা তাকে মন্দভাবে; তাকে ঘৃণা করে; অবজ্ঞা করে। সে অতি লাজুক হয়; লুকিয়ে যায়; নিজেকে ঘৃনা করে; নিজের গুরুত্ব, নিজের, ভাল গুন ভুলে যায়; স্বপ্ন ছেড়ে দেয়; বিজ্ঞানী/শিক্ষক/ব্যবসায়ী/ডাক্তার হতে চায় না; স্কুলে যাওয়া বাদ দেয়; ভীতু হয়; অনিরাপদ ভাবে; সিদ্ধান্তহীনতায় পড়ে; কাপুরুষ হয়; অযথা বশ্যতা স্বীকার করে; অন্যের কথা বেশি মানে; জঙ্গিরা তাদের লুফে নেয়; চলতে পারে না; তোষামুদি করে; হাত পাতে; বোঝা হয়; ফলে অন্যরা মিশে না; নিজে একার সাগরে ডুবে মরে।

অন্যরা তাকে মর্যাদা দেয়নি তাই সেও রাগ করে নিজেকে মর্যাদা দেয় না বরং ঘৃণা করে; এর নাম হীীনমন্যতা!
Mizanur Rahman
Lecturer of Mathematics
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University
Parmanent Campus