গুগল ব্যবহার করে গুজব ঠেকাবেন যেভাবে

Author Topic: গুগল ব্যবহার করে গুজব ঠেকাবেন যেভাবে  (Read 1322 times)

Offline Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 474
  • Test
    • View Profile
পুরনো ছবি ব্যবহার করে গুজব ছড়িয়ে সহিংসতা ছড়িয়ে দেয়ার খবর নতুন নয়। তবে গুগলের রিভার্স ডট ফটোস নামক একটি ওয়েবসাইটের সাহায্যে চাইলে এটি ঠেকানো যায়।

এর মাধ্যমে শব্দের বদলে ছবি দিয়ে সার্চ করা হয়। আপনার ডেস্কটপ, ট্যাবলেট কিংবা মোবাইল থেকে ছবি আপলোড করুন। ইন্টারনেটের অন্য যেসব ওয়েব পেজে এই ছবি আছে যা প্রদর্শন করবে গুগল।

এর মাধ্যমে ছবি, হোয়াটস অ্যাপ মেসেজ, স্ক্রিনশট, মিমের মূল উৎস কোথায় সেটি বোঝা সম্ভব হবে। টিন্ডার ও ফেসবুক ব্যবহারকারীরা 'সার্চ বাই ইমেজ' অপশন ব্যবহার করতে পারে।

পর্যটকরা নির্দিষ্ট ছবি ব্যবহার করে লোকেশন খুঁজে বের করতে পারে। ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোও ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করতে এ কৌশল ব্যবহার করে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনও ব্যবহারকারী গুগলে কোনও ছবি পোস্ট করে সার্চ করলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়।

বিডি প্রতিদিন/
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34