নতুন কোর্স অন্তর্ভুক্ত, কারিগরি শিক্ষা বোর্ড বিল পাস

Author Topic: নতুন কোর্স অন্তর্ভুক্ত, কারিগরি শিক্ষা বোর্ড বিল পাস  (Read 1000 times)

Offline Md. Sazzadur Ahamed

  • Hero Member
  • *****
  • Posts: 587
  • Test
    • View Profile
    • DIU Web Profile
কারিগরি শিক্ষায় নতুন কোর্স-কারিকুলাম অন্তর্ভুক্ত করে কারিগরি শিক্ষা বোর্ড বিল ২০১৮ রোববার সংসদে পাস হয়েছে।

বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিলের ওপর দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। বিলে কারিগরি শিক্ষার জন্য নতুন কিছু কোর্স-কারিকুলাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এ ছাড়া বোর্ডের পরিচালনা পর্ষদের সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন এনে বর্তমানের ১৪ সদস্যের পরিবর্তে ২২ সদস্য করা হয়েছে।

বিলে বলা হয়েছে, সরকারের নিযুক্ত উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা প্রেষণে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব পদে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

নতুন আইনে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ, বোর্ডের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা নতুন করে নির্ধারণ করা হয়েছে। বিলে বলা হয়েছে, বোর্ডের একজন চেয়ারম্যান থাকবেন। তিনি বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন।

অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ বছর। এ ছাড়া বোর্ডের অধীনে প্রতিটি কোর্স কারিকুলাম কীভাবে পরিচালিত হবে, কতদিন চলবে, পরীক্ষা ব্যবস্থাপনা ও সনদ প্রদানের বিষয়গুলোর ক্ষমতাও বোর্ডকে দেওয়া হয়েছে।

বিপজ্জনক মাছের অনুপ্রবেশ ঠেকাতে বিল পাস
দেশে বিপজ্জনক প্রজাতির মাছের অনুপ্রবেশ ঠেকাতে রোববার সংসদে মৎস্য সঙ্গনিরোধ বিল ২০১৮ পাস হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন।
মাছ আমদানির সময় কোনো ক্ষতিকারক জীবাণু যাতে না আসে, তা ঠেকাতে নতুন এই আইনটি পাস করা হয়েছে। এই আইনের অধীনে একটি সঙ্গনিরোধী কর্তৃপক্ষ হবে, মৎস্য অধিদপ্তর এই দায়িত্ব পালন করবে।

বিলে মৎস্য বলতে সব ধরনের কোমল ও কঠিন অস্থিবিশিষ্ট মাছ, স্বাদু ও লবণাক্ত পানির চিংড়ি, উভচর জলজ প্রাণী, কচ্ছপ, কুমির, কাঁকড়া জাতীয় প্রাণী, শামুক বা ঝিনুক জাতীয় জলজ প্রাণী, ব্যাঙ বা সরকারি প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত জলজ প্রাণীকে বোঝাবে।

বিলে বলা হয়েছে, অনুমতি ছাড়া মৎস্যপণ্য আমদানি করলে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।

বিএসটিআই বিল পাস
আইন লঙ্ঘনে সর্বোচ্চ দুই বছরের সাজা ও এক লাখ টাকা জরিমানার বিধান রেখে সংসদে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল ২০১৮ গতকাল সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিলে লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মার্কের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৮ রোববার সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য উত্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
Md. Sazzadur Ahamed
Assistant Professor & ​Program Coordinator
​B.Sc. Program Coordinator (CSE)
Dept. of Computer Science and Engineering
Daffodil International University
Daffodil Smart City, Birulia, Savar, Dhaka-1216

Offline nusratjahan

  • Full Member
  • ***
  • Posts: 148
  • Nusrat Jahan(NJ)
    • View Profile
Nusrat Jahan
Senior Lecturer
Dept. of CSE
Daffodil International University

Offline Mousumi Rahaman

  • Hero Member
  • *****
  • Posts: 827
  • Only u can change ur life,No one can do it for u..
    • View Profile
Mousumi Rahaman
Senior Lecturer
Dept. Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University