জুতার দুর্গন্ধ দূর করবে লবণ

Author Topic: জুতার দুর্গন্ধ দূর করবে লবণ  (Read 854 times)

Offline syful_islam

  • Full Member
  • ***
  • Posts: 108
  • Test
    • View Profile
 যুগান্তর ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ২১:১০ | অনলাইন সংস্করণ

খাবার সুস্বাদু করতে লবণের জুড়ি নেই।লবণ ছাড়া কোনো খাবার রান্নার কথা চিন্তাই করতে পারি না আমরা।তবে এই লবণ যে শুধু রান্নার কাজে লাগে তা নয়। লবণ দিয়ে এমন একটি সমস্যার সমাধান হয় যা হয়তো আপনি স্বপ্নেও কল্পনা করেনি।

জুতার দুর্গন্ধ দূর করতে অনেক কিছুই করে থাকেন আপনি। এবার এই সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন লবণ।

আসুন জেনে নেই কীভাবে জুতোর দুর্গন্ধ দূর করবে লবণ।

জুতার দুর্গন্ধ

বর্ষার সময় ক্যানভাস বা কাপড়ের জুতো পরলে অনেক সময় জুতোর ভেতর দুর্গন্ধ তৈরি হয়। এ অবস্থা থেকে রেহাই পেতে জুতোর ভেতর লবণ ছিটিয়ে রাখুন। এতে বাজে গন্ধ দূর হবে।

কাপড়

লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। দুর্গন্ধযুক্ত কাপড়ে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রোদে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।

তেল তেলে বাসন

তেলের আস্তরণ পড়ে গেছে অথবা চর্বিযুক্ত পাত্রের তেলতেলে ভাব কাটাতে লবণ ছিটিয়ে রাখুন। এরপরে কয়েক মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন তেল চিটচিটে ভাব অনেকটাই কমে যাবে।