আমাদের অনেকেই ই-বজ্য দিয়ে উদ্দ্যেক্তা হতে পারেন শত শত বেকার যুবক।

Author Topic: আমাদের অনেকেই ই-বজ্য দিয়ে উদ্দ্যেক্তা হতে পারেন শত শত বেকার যুবক।  (Read 1977 times)

Offline arifsheikh

  • Newbie
  • *
  • Posts: 48
    • View Profile
ইলেক্ট্রনিক বর্জ্য থেকে তৈরি হবে জাপান অলিম্পিকের মেডেল

জাপানে ২০২০ সালে আয়োজিত হবে অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক। আর এই দুটি ইভেন্টের সব মেডেল ইলেক্ট্রনিক বর্জ্য থেকে তৈরি করা হবে। ইলেক্ট্রনিক বর্জ্য পুনরুৎপাদনের মাধ্যমে ব্যবহার উপযোগী করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে।

আয়োজকদের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রয়োজনীয় ইলেক্ট্রনিক বর্জ্য সংগ্রহ করতে ২০১৭ সালে একটি প্রকল্প চালু হয়। এই বর্জ্য সংগ্রহ প্রকল্পের আওতায় পুরনো স্মার্টফোন এবং ল্যাপটপও অন্তর্ভুক্ত করা হয়।

উদ্দেশ্য ছিল ৩০ দশমিক ৩ কেজি সোনা, ৪ হাজার ১০০ কেজি সিলভার এবং ২ হাজার ৭০০ কেজি ব্রোঞ্জ সংগ্রহ করা। আয়োজকরা জানিয়েছেন, মার্চেই লক্ষ্যে পৌঁছে যাবেন তারা।

অবশ্য ব্রোঞ্জের লক্ষ্য গত জুনেই পূরণ হয়। পাশাপাশি অক্টোবরে সোনার লক্ষ্য ৯০ শতাংশ এবং সিলভারের লক্ষ্য ৮৫ শতাংশ পূরণ হয়। জানা গেছে, এসব পুরনো ধাতু জাপানের নাগরিক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে।

চলতি বছরের শেষের দিকে মেডেলের ডিজাইন প্রকাশ করবে টোকিও কর্তৃপক্ষ। তখন এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

Source : http://www.banglatribune.com/tech-and-gadget/news/416523/%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0
Muhammad Arif Sheikh
Assistant Director( F&A)
Daffodil International University