Entertainment & Discussions > Football

ফিফা র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি বাংলাদেশের

(1/1)

Anuz:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেমি ডে দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন তার প্রাথমিক লক্ষ্য ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ দলকে ১৫০'র ভেতরে নিয়ে আসা। সে লক্ষ্যে প্রাথমিকভাবে সফলই বলা চলে জেমি ডে'কে। কেননা তার অধীনেই দীর্ঘদিন পর বাংলাদেশ দল ছাড়া পেয়েছে ১৯০'র বৃত্ত থেকে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক ঘোষিত সবশেষ আপডেটে ৪ ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশ ফুটবল দলের।

সবশেষ ৭ ফেব্রুয়ারির র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ দলের অবস্থান ছিলো ১৯২তম। আজ (৪ এপ্রিল) প্রকাশিত র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে বাংলাদেশের নতুন অবস্থান ১৮৮তম। কম্বোডিয়ার বিপক্ষে পাওয়া জয়ে ২ রেটিং যোগ হওয়ায় বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৯০৯। এদিকে বরাবরের মতো র‍্যাংকিংয়ের শীর্ষ দলগুলোর তেমন কোনো ওলটপালট হয়নি। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম ধরে রেখেছে নিজেদের শীর্ষস্থান। দুইয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের তৃতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে ব্রাজিল। তবে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ক্রোয়েশিয়া। এছাড়া শীর্ষ দশের বাকি পাঁচ দল হলো যথাক্রমে উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তিন ধাপ এগিয়ে উঠেছে ১৩ নম্বরে। আর্জেন্টিনা অবস্থান করছে ১১তেই। নেদারল্যান্ডস ১৬ এবং ইতালির অবস্থান ১৭।

Navigation

[0] Message Index

Go to full version