Game of thrones

Author Topic: Game of thrones  (Read 1194 times)

Offline sharmin_eee

  • Newbie
  • *
  • Posts: 35
  • Test
    • View Profile
Game of thrones
« on: April 22, 2019, 01:46:08 PM »
অনেকেই আছেন গেইম অফ থ্রোনস এর ফ্যান। আসুন গেইম অফ থ্রোনস সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেই

📣গেম অফ থ্রোনস-এর ১৪ অভিনেতা হ্যারি পটার মুভি সিরিজেও অভিনয় করেছেন!

📣ডেনেরিস তার বিয়ের অনুষ্ঠানে যে ঘোড়ার হৃৎপি- খেয়েছিল, সেটি ৩ পাউন্ড ওজনের গামি জেলো দিয়ে বানানো চকলেট পুডিং।

📣ট্যালিসা স্টার্কের (রব স্টার্কের স্ত্রী) চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের নাতনি উনা চ্যাপলিন।

📣সিরিজের জন্য আয়রন থ্রোন সিংহাসনটি বানাতে সময় লেগেছিল দুই মাস।

📣এই সিরিজের জন্য ডোত্রাকি নামে একটি ভাষা তৈরি করা হয়েছে, যার শব্দ সংখ্যা প্রায় ৩ হাজার।

📣গেম অফ থ্রোনস-এর প্রতিটি পর্ব নির্মাণের পেছনে গড়ে বাজেট বরাদ্দ থাকে ৬ মিলিয়ন ডলার।

📣তুরস্কে সেনাবাহিনী সদস্যদের জন্য গেম অফ থ্রোনস দেখা নিষিদ্ধ।

📣সিরিজটির নির্মাতারা প্রায়ই ভুয়া স্ক্রিপ্ট সরবরাহ করে অভিনেতাদের বিভ্রান্ত করতেন। সানসা চরিত্রে অভিনেত্রী সোফি টার্নারকে তিন সপ্তাহ একটি ভুয়া স্ক্রিপ্ট দিয়ে ভয় দেখানো হয়েছিল যে তার চরিত্রটি মারা যাবে।

📣এয়মন টারগারিয়ান চরিত্রে অভিনয় করা অভিনেতা পিটার ভন বাস্তব জীবনেও অন্ধ।

📣সানসা স্টার্কের নেকড়েটিকে বাস্তব জীবনে পোষ মানিয়েছেন অভিনেত্রী সোফি টার্নার।

📣গেম অফ থ্রোনস-এর প্রতি পর্বে গড়ে ৪.৫টি চরিত্র মারা যায়। এর মধ্যে প্রথম চার পর্বেই মারা যায় ১৩৩টি চরিত্র।

📣'দ্যা জায়ান্ট’ নিল ফিঙ্গলটন ব্রিটেনের সবচেয়ে লম্বা ব্যক্তি।

📣‘দ্য মাউন্টেইন’ হ্যাফর জুলিয়াস বিয়র্নসন পৃথিবীর তৃতীয় শক্তিশালী মানুষ। সম্প্রতি কিছু গবেষক দাবি করেছেন, তাত্ত্বিকভাবে এই লোক চাইলেই তার হাত দিয়ে মানুষের মাথার খুলি ভাঙতে সক্ষম।

📣জাহাজের দৃশ্যগুলো শ্যুট করার জন্য প্রোডাকশন টিমের একটি মাত্র জাহাজ আছে, বাকি সবই স্পেশাল ইফেক্টের খেলা।

📣পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি পাইরেটেড ডাউনলোড হয়েছে গেম অফ থ্রোনস।

#সূত্র_দৈনিক_দেশ_রুপান্তর