কৃত্রিম গর্ত বানাতে গ্রহাণুতে ‘বোমা মেরেছে’ জাপানি মহাকাশযান

Author Topic: কৃত্রিম গর্ত বানাতে গ্রহাণুতে ‘বোমা মেরেছে’ জাপানি মহাকাশযান  (Read 1051 times)

Offline tany

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 401
  • Tajmary Mahfuz,Assistant Professor,Dept of GED
    • View Profile
স্মল ক্যারি-অন ইম্পেক্টর (এসসিআই) নামের ১৪ কেজির ওই বিস্ফোরক রিয়ুগু গ্রহাণুতে ১০ মিটার প্রশস্ত একটি কৃত্রিম গর্ত তৈরি করবে বলে অনুমান করা হচ্ছে।

বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর হায়াবুসা-২ গ্রহাণুটি থেকে গবেষণার জন্য নমুনা সংগ্রহ করবে।

এসব নমুনা থেকে সৌরমণ্ডলের প্রাথমিক অবস্থায় পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে ধারণা পাওয়া যাবে বলে অনুমান বিজ্ঞানীদের।

মহাশূন্যে জাপানের এ পরীক্ষাটি সফল হয়েছে কিনা তা চলতি মাসের শেষ দিকে জানা যাবে, বলছে কিয়োডো নিউজ।

বিস্ফোরণের আগে রিয়ুগুর পৃষ্ঠ থেকে ৫০০ মিটার উপরে শুক্রবার হায়াবুসা-২ থেকে সফলভাবে এসসিআইকে আলাদা করা সম্ভব হয় বলে জানিয়েছে বিবিসি।

বিস্ফোরণ সংঘটনের আগেই জাপানি মহাকাশযানটি রিয়ুগুর অপর পৃষ্ঠে চলে যাবে। বিস্ফোরণের পর গ্রহাণুটি থেকে ছিটকে আসা পাথর ও অন্যান্য পদার্থ যেন হায়াবুসির ক্ষতি না করতে পারে সেজন্যই তাকে লুকিয়ে রাখার এ পরিকল্পনা করা হয়েছে।

বিস্ফোরণের এ মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করতে গ্রহাণুটির এক কিলোমিটার দূরে একটি ছোট ডিসিএএম-৩ ক্যামেরাও বসিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা)।

ছবিগুলো পৃথিবীতে পাঠাতে কত সময় লাগবে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, পরিকল্পনামাফিক সবকিছু চললে বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর হায়াবুসা-২ ফের রিয়ুগু থেকে নমুনা সংগ্রহ করতে নামবে।

এসব নমুনা সৌরজগতের প্রথম দিকে কী করে গ্রহগুলো সৃষ্টি হয়েছিল সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে বলেও আশা করা হচ্ছে।
source: bdnews24.com
Tajmary Mahfuz
Assistant Professor
Department of GED