ক্যান্সার নিয়ে যত ভুল ধারণা

Author Topic: ক্যান্সার নিয়ে যত ভুল ধারণা  (Read 1466 times)

Offline sharifa

  • Sr. Member
  • ****
  • Posts: 434
    • View Profile
ক্যান্সারকে জয় করতে হলে ক্যান্সারের প্রতিরোধ ও চিকিৎসা যেমন জানতে হবে, তেমনি ভাঙতে হবে ভুল ধারণা। আমাদের দেশে ক্যান্সার সম্পর্কে যেসব ভুল ধারণা আছে তার কয়েকটি আজ তুলে ধরা হলো।
- ক্যান্সার ছোঁয়াচে
- ক্যান্সার শুধু বেশি বয়সে হয়, শিশুদের হয় না
- সব ক্যান্সারই বংশগত
- ধূমপান ও পান-জর্দার সঙ্গে ক্যান্সারের সম্পর্ক নেই
- ক্যান্সার শনাক্ত করার জন্য এফএনএসি
(সুই দিয়ে কোষ সংগ্রহ) করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে
- ক্যান্সার শনাক্ত করা ও সঠিক অবস্থা জানার জন্য বারবার টেস্ট করা অনর্থক
- সব ক্যান্সার মানেই মৃত্যু অনিবার্য
- ক্যান্সারের চিকিৎসা দেশে সম্ভব নয়
- সব অবস্থাতেই ক্যান্সার অপারেশন করা সম্ভব
- শুধু অপারেশন করেই সব ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব
- অপারেশনের পর বের করা টিস্যু আর হিস্টোপ্যাথলজি টেস্ট করার প্রয়োজন নেই
- ক্যান্সারের শুধু শেষ অবস্থাতেই কেমোথেরাপি দেওয়া হয়
- কেমোথেরাপি দিলে যে চুল পড়ে যায়, তা আর কখনও ওঠে না
- কেমোথেরাপি/রেডিওথেরাপি চলাকালীন রোগীর সংস্পর্শে আসা যাবে না
- কেমোথেরাপি মানে বিষ
- রেডিওথেরাপি মানে বিদ্যুতের শক
- রেডিওথেরাপি বেদনাদায়ক ও খুব কষ্টকর
- সব ক্যান্সারই মুখে খাওয়ার ওষুধ দিয়ে সারিয়ে তোলা সম্ভব
- ক্যান্সার চিকিৎসা শেষে আর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রওয়াজন নেই
- ক্যান্সার বিভাগে কর্মরত কর্মীদেরও ক্যান্সার হওয়ার আশঙ্কা অধিক
Dr. Sharifa Sultana
Assistant Professor
Department of Pharmacy,
Faculty of Allied Health Sciences,
Daffodil International University