Employability > Employability Skills

চাকরির জন্য যা যা জানা দরকার

(1/1)

Rubaiya Hafiz:
চাকরি খুঁজছেন? চাকরি পেতে কি জানা লাগবে সে বিষয়ে আপনার ধারণা আছে তো? ভবিষ্যতে চাকরির এমন ক্ষেত্র তৈরি হচ্ছে যাতে আপনার প্রচলিত দক্ষতার পাশাপাশি সফটস্কিলকেও গুরুত্ব দেওয়া হবে।

কিছু দিন আগে আমি একটি পোস্টে বলেছিলাম “ফ্রেশারদের চাকরি পেতে হলে দক্ষ হতে হবে।” জবাবে তাঁরা (ফ্রেশাররা) জানিয়েছিলেন যে, “স্যার/ভাই, চাকরি না পেলে দক্ষ হবো কিভাবে?”
আপনাদের বলবো চাকরি ছাড়াও দক্ষ হওয়ার অনেক পথ আছে। যেমন-

১। ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা প্রমাণ করতে হবে।
২। কম্পিউটার MS Office সহ অতিরিক্ত প্রোগ্রাম, (যেমন- ফটোশপ, ভিডিও এডিটিং) বিষয়ে দক্ষ হতে হবে।
৩। প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে।
৪। পদ ভিত্তিক মৌলিক জ্ঞান রাখতে হবে।
৫। পজিটিভ এ্যাটিটিউড (Positive Attitude) থাকতে হবে।

আবার অন্যদিকে কিছু দক্ষ/অদক্ষ ফ্রেশাররা বলছেন যে-
১। স্যার, আমার পরিবারে খুবই অভাব, আমার একটি চাকরি আমার ভীষণ দরকার।
★ আপনার আইডি সার্চ করে দেখা গেলো বন্ধু/বান্ধবীদের সাথে বার্গার খাওয়ার ছবি পোস্ট করেছেন।

২। স্যার, আমি অর্থের অভাবে চলতে পারছি না।
★ দেখা গেলো আপনি ঠিকই MB কিনে ২৫ ঘন্টা অনলাইনে আছেন। কিন্তু নিজেকে দক্ষ দক্ষ করতে সময় পান না।
তাই মায়া কান্না ছেড়ে দিন। নিজে আগে দক্ষ হউন। তারপর আমাদের বলুন স্যার/ভাই
★ আমি ইংরেজিতে দক্ষ, কম্পিউটার বিষয়ে যথেষ্ট বাস্তবিক জ্ঞান অর্জন করেছি সাথে ফটোশপ, ভিডিও এডিটিং এর কাজও শিখেছি। পরিশেষে দেখা গেলো আপনার মেসেজের ভাষার মধ্য পজিটিভ এ্যাটিটিউড লক্ষ করা যাচ্ছে। তখনই কেবল আপনাকে রেফার করা হতে পারে।

Navigation

[0] Message Index

Go to full version