Science & Information Technology > Smartphone Application

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পান এই ভাবে অ্যানড্রয়েড ব্যবহারকারী হলে এই সমস্যার

(1/1)

Rubaiya Hafiz:
রাস্তা ঘাটে ফোন চুরির গল্প আমরা প্রাই শুনে থাকি। হঠাৎ পকেটে হাত দিয়ে ফোন না খুঁজে পাওয়ার অনুভুতি একেবারেই সুখকর নয়। হারিয়ে যাওয়া ফোনের মধ্যে থাকা ব্যাক্তিগত তথ্য অন্য কারও হাতে চলে যাওয়ার ভয়ে বুক দুরুদুরু করে ওঠে।
অ্যানড্রয়েড ব্যবহারকারী হলে এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে গুগল ম্যাপসে। Apple ফোনে 'Find my phone’ এর মতোই Android ফোনে রয়েছে 'Find your phone’ ফিচার। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোন অন থাকলে তা কোথায় রয়েছে জানা যায়।
এই ফিচারে কোন Android স্মার্টফোন কোন নির্দিষ্ট মুহুর্তে কোথায় রয়েছে তা যেমন জানা যায় একই ভাবে অতীতে কোথায় গিয়েছিল ম্যাপে তা দেখা যায়। গুগল ম্যাপস ব্যবহার করে কম্পিউটার থেকে সহজেই স্মার্টফোনের লোকেশান জানা সম্ভব।
কম্পিউটার থেকে maps.google.com ওপেন করুন। হারিয়ে যাওয়া স্মার্টফোনে যে অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করা আছে একই অ্যাকাউন্টে কম্পিউটার থেকে লগ ইন করুন।
এবার বাঁ দিকে উপরে তিনিটি সরলেখায় ক্লিক করুন। 'Your Timeline’ সিলেক্ট করুন।
এখানে কোন দিনের লোকেশান জানতে চান সিলেক্ট করুন। এবার ম্যাপের উপরে স্মার্টফোনের লোকেশান দেখতে পাবেন।

Navigation

[0] Message Index

Go to full version