Science & Information Technology > Smartphone Application

নতুন দুটি ফিচার নিয়ে বাজারে আসছে Google Pixel 4, এবার হাতের ইশারায় হবে সব কাজ

(1/1)

Rubaiya Hafiz:
বেশ কয়েকবার ফাঁস হয়েছে Google Pixel 4-এর ফিচার্স। এবার Google নিজে এই ফোনের কিছু তথ্য সামনে এনেছে। কোম্পানি ট্যুইটারে একটি টিজার প্রকাশ করেছে।এই টিজার দেখে জানা যাচ্ছে যে এই ফোনে থাকতে চলেছে মোশন সেন্সর আর ফেস আনলকের মতো ফিচার। Google জানিয়েছে যে কোম্পানি মোশন সেস্নরের উপর কাজ করছে। গত পাঁচ বছর ধরে Soli-র উপর কাজ করছে তাঁদের টিম। সোলি একটি রাডার বেসড মোশন সিস্টেম। এই রেডারের সাহায্যেই বিমান এবং অন্যান্য বৃহত জিনিসগুলি সনাক্ত করে দেশ। এই সিস্টেমের মাধ্যমে ফোনের সামনে হাত নড়াচড়া করে গান বদল বা ফোনের আওয়াজ কম-বেশি করা সম্ভব। Pixel 4 ফোনের হাত ধরে স্মার্টফোন দুনিয়ায় প্রবেশ করতে চলছে নতুন এই নেভিগেশন জেসচার সিস্টেম। এই নেভিগেশন সিস্টেমের মাধ্যমে ফোনের প্লে ব্যাক কন্ট্রোল, ফোনে কল এলে সাইলেন্ট, অ্যালার্ম স্নুজ-সহ বিভিন্ন কাজ করা যাবে। বিভিন্ন হার্ডওয়্যার সেন্সর ও সফটওয়্যার অ্যালগোরিদমের মাধ্যমে নতুন এই জেসচার সিস্টেম কাজ করবে। এছাড়াও ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার না করে ফেস আনলকের জন্য থাকছে বিশেষ সেন্সর। এর ফলে আপনি যে ভাবে খুশি ফোন ধ্রুন, ফেস আনলক কাজ করবে। ফোন উল্টো ধরলেও কাজ করবে এই সেন্সর।

Navigation

[0] Message Index

Go to full version