মদ্যপনা

Author Topic: মদ্যপনা  (Read 1045 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
মদ্যপনা
« on: October 16, 2019, 09:52:04 PM »
যৌবনের প্রথম ভাগে কামনার রাগে
সূরার পিয়ালায় দিনু মূখ-
সূরহি মাস্তানায়, প্রগলোপের আস্তানায়
কেঁটে গেল চার যুগ।।

বেহেস্থি বয়ানে দেখিনু নয়নে
এ জগৎ মাতালের ইন্দ্রপুরি-
প্রিয়সীর পায়েলে-দিগ্` বার গায়েলে
- অনাদির অনন্ত চুরি।।

বলিতে বাহার, কে‘বা কাহার ?
‘এ মায়া’ ধান্দার ভেড়াজাল-
ললিতের বর্ণায়, কামনার ঝর্ণা
বহিছে অনন্তকাল।।

কালিতে নেশা, মালিতে আছে,
-কর্মেও তাই !
বুঝি, ধর্মের খোরচুন,
আবেগের দায় ।।


শব্দ কণিকা, দিয়ে যায় ধ্বনিকা
মদ-মত্ত, কামনার গন্ধ-
সূর্যে্্যর আলো কাড়ি-চন্দ্রের বাহাদুরী
চলিছে- সুরভী ছন্দ।।

আমি নেশা খোর- চোখ যায় যতদূর
-এ তব মন্দের দৃষ্টি;
ভাল ও মন্দ, প্রয়োজনের দ্বন্দ
 -এ বিধাতার অপরুপ সৃষ্টি।।