গুগল ভয়েস কমান্ডে বাংলা ও সব ভাষায় টাইপিং

Author Topic: গুগল ভয়েস কমান্ডে বাংলা ও সব ভাষায় টাইপিং  (Read 805 times)

Offline Suman Ahmed

  • Newbie
  • *
  • Posts: 25
  • Test
    • View Profile
আমি আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কি বোর্ড ছাড়াই ভয়েস দিয়ে বাংলা টাইপ করবেন।  অর্থাৎ আপনি মুখ দিয়ে যা বাংলায় বলবেন তাই লিখে দিবে আপনার কম্পিউটার। এমনকি আমার আজকের এই টিউন আমি কিবোর্ডে টাইপ করে লিখছি না। কোথাও ভুল হলে শুধুমাত্র এডিট করছি। বুঝতেই পারতেছেন যে, voice typing কতটা কাজ করে।  আপনি যদি শুদ্ধ করে বাংলা বলতে পারেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটার সবকিছু লিখে দেবে বাংলায়।  আমি এর আগে একটা টিউন কিভাবে ইংরেজি টাইপ করতে হয় সেটা আপনাদেরকে দেখেছিলাম।  তবে সেই ভয়েস রিকগনিশন কতটা কার্যকরী ছিলনা। কেননা সেটা ছিল offline voice recognition। কিন্তু আজকের voice recognition তা সম্পূর্ন অন-লাইন ভিত্তক। 

বেশিদিন হয়নি গুগল তাদের  voice recognition বাংলা ভাষার যোগ করেছে।  আপনি ব্যবহার করলে সত্যিই অবাক হয়ে যাবেন দেখলে কি হচ্ছে? এটা কিভাবে সম্ভব? তাও আবার বাংলা ভাষা? আপনি কি জানেন পৃথিবীতে কত লোক বাংলা ভাষা ব্যবহার করে?  বাংলা ভাষা ব্যবহারকারী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 25 কোটি।  ভাষা ব্যবহারের দিক দিয়ে বাংলার অবস্থান সপ্তম।  তাহলে গুগল কেন বাংলা  ভাষাকে গুরুত্ব দিবেনা। এই voice typing আমার অনেক উপকার করবে।  বিশেষ করে আমি যখন ক্লান্ত হয়ে যাব, তখন  শুয়ে শুয়ে টিউন লিখতে পারবো।  আর অনেক দ্রুত টিউন লিখতে পারবো।


সতর্কতাঃ
1।  আপনার রুমের  fan যদি শব্দ করে তাহলে ফ্যান টি বন্ধ করে নিবেন।
2।  আপনার রুমে শুধুমাত্র আপনি একাই কথা বলবেন,  অন্য কেউ থাকলে সে যেন চুপ থাকে।
3।  শুদ্ধভাবে বাংলা ভাষা উচ্চারণ করার চেষ্টা করুন

Md. Mofizul Islam Suman
Asst. Administrative Officer
Design Section