“শা-হা-বা-গ”

Author Topic: “শা-হা-বা-গ”  (Read 1023 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
“শা-হা-বা-গ”
« on: December 21, 2019, 08:08:27 PM »
আমার পতাকা ছিনিয়ে নিতে চায় “ ওরা রাজাকার”
তাই, চত্ত্বর জেগেছে আজ ‘শা-হা-বা-গ”
কণ্ঠ হয়ে লক্ষ- জনতার--
প্রতিরোধ চাই, প্রতিবাদ চাই, চাই সংগ্রামী চেতনার।।

”আমার বোনের ইজ্জত নিয়ে যারা খেলেছে ‘হুলি-খেলা’
সৃজতা বলি দিয়ে যারা রক্ত সাগরে ভাসাঁতো ‘ধর্মের ভেলা’
লক্ষ শহীদের রক্ত চুষে যারা সেজেছে “ধর্মভীরু’
সাত-মহারথী শিশুরে বাধিঁয়া ওরা হতে চায় মহাবীর নীরু”


-ওরা ভন্ড, ওরা প্রতারক, ওরা ধূর্তীবাজ
সৌরভে আজ ‘শা-হা-বা-গ’ তাই বলছে
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।।

রুখীতে তারুন্য ওরা হাকায় ধর্মের বানী
শাসক-সাজিয়া আসন কষিয়া হবে-মহামানী
ধর্ম দরাজ জাকিয়া বসিতে-ছিরি‘তে মানবের প্রাণ
তাই জেগেছে ‘শা-হা বা-গ” কর‘ছে মানবের জয়গান”

মানবতার জয় হোক,
ষোল কোটি মানুষের জয় হোক
জয় হোক নতুন জামানার।।


জাগরে জনতা, জাগরে বিবেক, তুলরে.. হাতিয়ার
রুখীতে হবে মিথ্যার ভূরুজ, জাগাতে হবে প্রাণ
তাই‘ শা-হা বা-গ’ গাইছে ‘গণ-জাগরণের গান-
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার
তুর ফাসিঁ চাই, তুর ফাসিঁ চাই, তুর ফাসিঁ চাই, ।।


« Last Edit: January 29, 2020, 07:54:47 PM by Mohammad Nazrul Islam »