IT Help Desk > Use of email

ইনবক্স হোক দূষণমুক্ত

(1/1)

Sultan Mahmud Sujon:
রোজ কতগুলো উটকো ই–মেইল ডিলিট করতে হয় আপনাকে? সংখ্যাটি নিশ্চয়ই কম নয়। বিশেষ করে আপনার কাজের সঙ্গে ই–মেইল ওতপ্রোতভাবে যুক্ত হলে বেশ ঝক্কি পোহাতে হয় নিশ্চিত। পরিস্থিতি আরও বিরক্তিকর হয় প্রতি সকালে, যখন এক ঝাঁক জাংক ই–মেইলের মধ্য থেকে দরকারিটি খুঁজে বের করতে হয়। এই ঝামেলা বেশি হয় সেবাদাতা প্রতিষ্ঠানের দাপ্তরিক ই–মেইল আইডির বেলায়। এর থেকে পরিত্রাণের উপায় কার না জানা! খুঁজে খুঁজে অদরকারি ই–মেইল আইডি আনসাবস্ক্রাইব করলেই হয়। তবে অনেকের হাতেই এত সময় নেই। unroll.me ওয়েবসাইটটিতে ঢুঁ মারতে পারেন। দুই মিনিটের কম সময়ে সব অহেতুক ই–মেইল আনসাবস্ক্রাইব করা যায় এখান থেকে। জিমেইল, ইয়াহু থেকে শুরু করে সব ই–মেইলের বেলায় কাজ করে। আইওএস এবং অ্যান্ড্রয়েডে অ্যাপও পাবেন। তবে বাজার–গবেষণার জন্য ওয়েবসাইটটি আপনার কিছু তথ্য নেবে। তাই ব্যবহারের আগে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো সুরক্ষিত রাখুন।

Source: https://www.prothomalo.com/life-style/article/1633234/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AB%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E2%80%93%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

Navigation

[0] Message Index

Go to full version