গুগল সার্চের যা জেনে রাখবেন

Author Topic: গুগল সার্চের যা জেনে রাখবেন  (Read 792 times)

Offline Sahadat Hossain

  • Sr. Member
  • ****
  • Posts: 368
  • Test
    • View Profile
স্মার্টফোন, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্র থেকে গুগল সার্চে কিছু খুঁজলে গুগল তা সংরক্ষণ করে রাখে। এ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যাখ্যা হলো, সার্চ ফলাফলের মানোন্নয়নের জন্য এমনটা করা হয়। এর খারাপ দিকটা হলো, আপনি যা খুঁজবেন, গুগল আপনাকে তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখাবে। আবার ব্যবহারকারীর সার্চ করার ধরন অনুযায়ী ফলাফল দেখায়।

অনেকেই আছেন যাঁরা চান না গুগল তাঁদের তথ্য সংরক্ষণ করে রাখুক। এই তথ্য ‘সার্চ হিস্ট্রি’ নামে পরিচিত। সুবিধাটি বন্ধ করার ব্যবস্থাও রেখেছে গুগল। উইন্ডোজ বা ম্যাক—কম্পিউটার যেটাই হোক, নিচের ধাপগুলো অনুসরণ করুন।
*যেকোনো ব্রাউজার থেকে myactivity.google.com/myactivity ঠিকানার ওয়েবসাইটে যান।
* ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
* লগইন হয়ে গেলে Web and App Activity অংশে ক্লিক করুন।
* পাশে থাকা টগল বোতাম চেপে সেবাটি বন্ধ করুন।
* এই অংশ থেকে অবস্থান এবং ইউটিউবে কিছু খোঁজার তথ্য সংরক্ষণ করার সেবা বন্ধ করা যাবে।

স্মার্টফোন থেকে
* অ্যান্ড্রয়েড বা আইওএস যন্ত্রে গুগল অ্যাপ চালু করুন।
* নিচের বার থেকে More অপশন নির্বাচন করুন।
* Activity অংশে Search activity অপশনে ট্যাপ করে Web & App Activity টগল বোতামটি বন্ধ করে দিন। সূত্র: গ্যাজেটসনাউ
Md.Sahadat Hossain
Administrative Officer
Office of the Director of Administration
Daffodil Tower(DT)- 4
102/1, Shukrabad, Mirpur Road, Dhanmondi.
Email: da-office@daffodilvarsity.edu.bd
Cell & WhatsApp: 01847027549 IP: 65379