খাঁটি সোনা চিনবেন কিভাবে?

Author Topic: খাঁটি সোনা চিনবেন কিভাবে?  (Read 1522 times)

Offline emamsharif

  • Newbie
  • *
  • Posts: 14
  • I believe, We can help people even with a word.
    • View Profile
লিখেছেন- এরফান হোসাইন (Arfan Hossain)
ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এ বাণিজ্যিক কর্মকর্তা (2016-বর্তমান)
সাের্স : https://bn.quora.com
25 জুন, 2019 এ উত্তর দেওয়া হয়েছে ।

আমি যেহেতু জুয়েলারী সেক্টরে কাজ করি তাই কিছুটা জ্ঞান আছে এই সোনা বিষয়ক ।

কিন্তু আমাদের স্টাফরা অনেক দক্ষ এই বস্তুটি চিনতে , যদিও আমরা মেশিনের আস্রয় নিই এটার প্রকৃত পারসেন্টেজ জানতে ।

তবু ও কিছু এনালগ ভাবে চেনার উপায় জানা যাক

আসল সোনা ২৪ ক্যারেটের। কিন্তু সেই সোনা দিয়ে গয়না তৈরি হয় না। কারণ সেটা এত নরম হয় যে, গয়না তৈরিকরা সম্ভব হয় না। গয়না তৈরির জন্য মূলত ২২ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। যার মধ্যে ৯১.৬৬ শতাংশ সোনা থাকে।

সব ক্যারেটের হলমার্ক আলাদা আলাদা হয়। যেমন ২২ ক্যারেটে যে সংখ্যা থাকে তা হল ৯১৬, ২১ ক্যারেটে ৮৭৫, ১৮ ক্যারেটে থাকে ৭৫০।

বাজারে কিছু রাসায়নিক এবং অ্যাসিড আছে যেগুলো ব্যাবহার করে সোনার গুণগত মান যাচাই করা সম্ভব। ওই রাসায়নিক বা অ্যাসিড খাঁটি সোনার সংস্পর্শে এলে কোনও রকম বিক্রিয়া হয় না। কিন্তু বিশুদ্ধ না হলেই বিক্রিয়া শুরু হয়ে যাবে।

সোনায় যদি লোহা মেশানো থাকে, তা হলে চুম্বক ধরলেই সেটা টেনে নেবে। সোনায় লোহা মোশানো আছে কি না, তা চুম্বক ব্যবহার করে অবশ্যই পরখ করে নিন।

সাদা চিনেমাটির একটা প্লেট নিন। সোনার গয়না তার মধ্যে ঘষে দেখুন। যদি থালার উপর কালো দাগ পড়ে তা হলে বুঝতে হবে সোনা নকল। আর যদি হালকা সোনালি রং পড়ে তা হলে বুঝতে হবে সেটা আসল।

হালকা কামড় দিয়ে ধরে রাখুন সোনা। যদি আসল হয়, তা হলে সোনার উপর কামড়ানোর হালকা দাগ পড়বে।

একটা গভীর পাত্রের মধ্যে দু’গ্লাস পানি নিন। তাতে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কি না। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল।
Syeed Emam Sharif 
Administrative Officer
(Fixed Asset Management),
Office of the Store management,
Daffodil International University,
DT-5, 4/2 Sobhanbag,
Dhanmondi, Dhaka-1207.
Mobile: 01847140167,
Tel: 8130864, 8129177 (Extension: 361)