Author Topic: ভিটামিন ডি’র অভাবে হৃদরোগ, মৃত্যুঝুঁকি বাড়&  (Read 999 times)

Offline Badshah Mamun

  • Global Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 1808
    • View Profile
    • Daffodil International University
ভিটামিন ডি’র অভাবে হৃদরোগ, মৃত্যুঝুঁকি বাড়ে
   
নিউইয়র্ক, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রক্তে ভিটামিন ডি সঠিক মাত্রায় থাকলে মৃত্যু ঝুঁকি অর্ধেক কমে যায়। আর এর ঘাটতিতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

১ হাজার রোগী নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য পেয়েছেন।

গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ রোগীই ভিটামিন ডি’য়ের অভাবে ভুগছে এবং তাদের ক্ষেত্রে নানারকম হৃদরোগের ঝুঁকিও বেশি।

ভিটামিন ডি’য়ের অভাবে মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ে প্রায় দ্বিগুণ। অন্যদিকে, দেহে প্রয়োজনীয় মাত্রায় ভিটামিন ডি থাকলে মৃত্যুঝুঁকি ৬০ শতাংশ কমে।

‘ইউনিভার্সিটি অব কানসাস হসপিটাল এন্ড মেডিক্যাল সেন্টার’ এর অধ্যাপক ডা. জেমস এল. ভাসিক বলেন, “ ভিটামিন ডি এর ঘাটতির কারণে হৃদরোগের ঝুঁকি থাকে কিনা তা গবেষণা করাটাই ছিলো আমাদের লক্ষ্য। কিন্তু গবেষণায় এ ঝুঁকি অনেকটাই বেশি প্রমাণিত হওয়ায় আমরা অবাক হয়েছি।”

Source: http://www.bdnews24.com/bangla/details.php?id=178591&cid=13
Md. Abdullah-Al-Mamun (Badshah)
​Senior Administrative Officer
Daffodil International University
01811-458850/01925-069949
badshah@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun
www.badshahmamun.weebly.com