Faculty of Humanities and Social Science > Bangladesh Studies

ভাষার গালগল্প, মোঃ নিয়ামত আলী

(1/1)

niamot.ds:
লিখছি বাংলায়। সুতরাং ভাষার গালগল্প বলতে বাঙলা ভাষার গালগল্পের কথাই বলছি। গালগল্প শব্দের আভিধানিক অর্থ কথাবার্তা। কিন্তু এর ব্যবহারিক অর্থ মিথ্যা কথা বলে নিজেকে গৌরব দান। ভাষার ক্ষেত্রে মিথ্যা কথায় কীভাবে নিজেকে (বা ভাষাকে) গৌরব দান করা যায়, তার উদাহরণ মনে হয় বাংলাদেশ।

ভাষাভিত্তিক পরিচয়কে আশ্রয় করে যে বাংলাদেশী আইডেন্টিটির সূচনা হল, সেই আত্নপ্রতিষ্ঠার, আত্নমর্যাদার জায়গাটিতে বাংলা ভাষার নিজস্ব অবস্থান আজ নড়বড়ে। উচ্চ আদালত থেকে শুরু করে নিন্মশ্রেণির দরকারি অদরকারি সকল কাজ চালানোর জন্য বাংলা ভাষা আজও স্থান করে নিতে পারেনি।


https://www.thedailycampus.com/opinion/39226/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

sisyphus:
nice post

kamrulislam.te:
"ভাষার গালগল্প বলতে বাঙলা ভাষার গালগল্পের কথাই বলছি"- ভাষা, আমার বাঙলা ভাষা।
দারুন লিখেছেন স্যার😊

Navigation

[0] Message Index

Go to full version