ইট নিয়ে যত প্রশ্ন

Author Topic: ইট নিয়ে যত প্রশ্ন  (Read 3982 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
ইট নিয়ে যত প্রশ্ন
« on: February 26, 2020, 11:33:52 AM »

(১) ইট কি? ইট কাদার তৈরি আয়তকার কঠিন ঘনবস্ত। এগুলো কাচা অবস্থায় নমণীয় এবং উচ্চ তাপে পোড়ানোর পর কৃত্রিম পাথরের ন্যায় হয়।

(২) আমাদের দেশে ইটের প্রচলিত আকার- সাধারনত ৯.৫" x ৪.৫" x ২.৭৫" ইট বা ২৪২মিমি×১১৪মিমি×৭০মিমি ব্যাবহার হয়ে থাকে, এই মান PWD এর সিডিউল অনুযায়ী।
মসলা সহ ১০" x ৫" x ৩" বা ২৫৪ মিমি×১২৭মিমি×৭৬মিমি

(৩) ইট কত প্রকার ও কি কি?

উঃ ইট 4 প্রকার।যথা-
১। ১ম শ্রেনীর ইট।
২। ২য় শ্রেনীর ইট।
৩। ৩য় শ্রেনীর ইট।
৪। ঝামা বা পিকেট ইট।

(৪) মাঠ পর্যায়ে কিভাবে ইটের পরীক্ষা করা হয়?

#একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না।
#একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো।
#দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তাহলে ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো।
#একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ সহকারে বেশ পরিমাণ জল শোষণ করে নেয় এবং জল ঘোলাটে হয়, তবে এটি ভালো ইট নয়।
#একটি ইটটে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি ভালো ইট।
#ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো হলে বুঝতে হবে এটি ভালো ইট।
#ইটের পৃষ্ট মসৃন ও সমতল হলে এটি ভালো ইট।
#ইটের মাপ আদর্শ থাকবে, যেমনঃ (৯.৫" x ৪.৫" x২.৭৫")
#ইটের ওজন ৩.৭৫ কেজির বেশী হবে না।

(৫) ভালো ইটের গুণাবলি বা বৈশিষ্ট্য গুলো লেখ।

#ভালো ইট আকারে সুষম, তলগুলো সমান,পাশগুলো সমান্তরাল হবে।
#ভালো ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হবে।
#ভালো ইট নখ বা ছুড়ি দিয়ে আছড় কাটা যায় না।হাতুড়ি দিয়ে আঘাত করলে ঝন ঝন শব্দ হয়।
#ভালো ইটের পানি বিশোষণ এর শুষ্ক অবস্থায় ওজনের ১/৫ থেকে ১/৭ অংশ (১৫%থেকে ২০%) এর অধিক হবে না।
#ভালো ইটে দ্রাব্য লবণের পরিমান ২.৫% এর অধিক হবে না।
#ভালো ইট অগ্নিরোধী হবে।
#ভালো ইট পানিতে ভেজালে আয়তনে পরিবর্তন হয় না।

(৬) বন্ড কাকে বলে? উঃএকটি ইটের সঙ্গে অপর একটি ইটের জোড়া দেওয়ার পদ্ধতিকে বন্ড বলে।

(৭) কি কারনে ইটকে পানিতে ভেজানো হয়?

#ইটের গায়ে সহজে সমানভাবে মসলা লাগানো যায়।
#শুকনো ইট মসলা থেকে পানি শোষণ করে।ফলে সিমেন্টের রাসায়নিক ক্রিয়া সম্পন্ন হতে পারে না,যে কারনে ইটের গাঁথুনি দুর্বল ব্যর্থ হতে পারে।
#চুল্লির ময়লা আবর্জনা বা লবণ জাতীয় পদার্থ ইটের গায়ে লেগে থাকলে তা পরিষ্কার হয়ে যায়।ফলে উত্তম জোড়া ও বন্ড তৈরি হয়।

(৮) ইটের ফ্রগ বা সীলমোহর কেন দেওয়া হয়? ইটের চ্যাপ্টা পৃষ্ঠের গর্তকে ফ্রগ বলা হয়।দেওয়ার কারণ হল-

#জোড়ার মসলার সাথে ফ্রগের মসলা মিলে চাবি তৈরি করে যা ইটের সরণ প্রতিরোধ করে।
#নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্যবহন করে।#
#ধরার সুবিধা দান করা ও সৌন্দর্যবৃদ্ধির জন্য।

(৯) ইটের কাজের ত্রুটিগুলো কি কি?

#সালফেট দ্বারা আক্রান্ত হওয়া,
#ইটে লোনা ধরা,
#ফ্রিক্সারে মরিচা ধরা,
#সংকোচনের ফলে।

(১০) কুইন ক্লোজার কাকে বলে? অর্ধেক প্রস্থ বিশিষ্ট পুর্ন দৈর্ঘ্যের ইটকে কুইন ক্লোজার বলে।

(১১) ইটের গাঁথুনির কাজে ব্যবহৃত যন্তপাতির নাম লেখ। যন্তপাতি গুলোর নাম হল-

#কর্ণি বা Trowel
#বাশুলি বা Brick hammer
#ওলন বা Plum bob
#স্পিরিড লেভেল
#পিন ও সুতলি বা Line and pins
#গুরিয়া বা Mason's square
#দাগযন্ত বা Scutch
#জয়েন্টার
#বোলস্টার
#মিটার রুল

(১২) ভালো মানের ইট এ কি কি রাসায়নিক উপাদান থাকে?

#সিলিকা(৫৫%)
#এলুমিনা(৩০%)
#আয়রন অক্সাইড(৮%)
#ম্যাগনেশিয়া (৫%)
#লাইম(১%)
#জৈব পদার্থ(১%)।

(১৪) সর্বোচ্চ কত তাপমাত্রায় ইটে পরিনত হয়? ২১০০ °F.

(১৪) প্রতি ১০০ sft জায়গায় ৫"ইটের গাঁথুনিতে কতটি ইট লাগবে? প্রতি ১০০ sft জায়গায় ইটের ৫" গাঁথুনিতে ইট লাগে = ৫০০ টি।


(১৫) প্রতি ১০০ sft জায়গায় ১০" ইটের গাথুনিতে কতটি ইট লাগবে?
প্রতি ১০০ cft ইটের ১০" গাঁথুনিতে ইট লাগে =১১৫০টি।


(১৭) প্রতি ১০০sft জায়গায় সলিং করতে কতটি ইট লাগবে? উঃ প্রতি ১০০ sft জায়গাতে সলিং করতে ইট লাগে = ৩০০ টি।

(১৮) ১ sft তে নিচের সলিং করতে কতটি ইট লাগবে? ০৩ টি


(১৯) ১টি ইটে কতটুকু সিএফটি খোয়া হয়? ০.১১সিএফটি।


(২০) ১০০০ টি ইটে খোয়া হয় কত টুকু সিএফটি?
১১১.১১ সিএফটি।

(২১) কতটি ইটে ১ সিএফটি খোয়া হয়? ০৯টি ইটে।
...
(২২) প্রতি ঘনফুট জন্য কতটি প্রচলিত ইট লাগবে? ১১.৫ বা ১২টি ইট লাগবে।
.....
(২৩) ১ ঘনমিটার ইটের গাথুনির জন্য শুকনা মসলার আয়তন কত?  ৩৫%।

(২৪) .১ঘনমিটার ইটের গাথুনির জন্য আর্দ্র মসলার আয়তন কত? ০.২৩৩৫৩ ঘনমিটার।


(২৫) .১ রানিং মিটার দৈর্ঘ্যে এন্ড এজিং এ কতটি ইট লাগবে?  ০৮টি।
....
26.১ঘনমিটার ইটের ওজন কত?
উঃ ১১১০ কেজি।
.....
27.১ ঘনমিটার ইটের গাঁথুনির ওজন কত?
উঃ ১৯২০ কেজি।
....
28.১ ঘনমিটার খোয়ার ওজন কত?
উঃ ১২০০ কেজি।
....
29.১ঘনমিটার ইট ভাঙ্গার ওজন কত?
উঃ ১২৮০-১৭৬০ কেজি।
.....
30..কি পরিমান কাজের পর ইটের গাঁথুনির পরিমান ঘনমিটারে ধরা হয়?
উঃ ২৫ সে.মি বা তার উপরে।
.....
31.গাঁথুনির কাজে কি পরিমান ফাঁকা অংশের জন্য কোন বিয়োগ হবে না?
উঃ ০.১ বর্গমিটার।
....
32..ইটের গাঁথুনির কাজে কি পরিমান জায়গার জন্য বিয়োগ হবে?
উঃ আয়তকার ফাঁকা অংশের জন্য।
....
33.ইট বিছানোর পরিমান কোন এককে হয়?
উঃ বর্গএককে ধরা হয়।
.....
34.একটি রুমের সাইজ ১২'×১৬' এবং উচ্চতা ১০'।রুমটিতে দুটি ৪'×৫' আকারের জানালা ও একটি ৭'×৪' আকারের দরজা আছে। রুমটির সুপার স্টাকচারে ১০" ইটের গাথুনির পরিমান ও ইটের সংখ্যা বের কর।
উ: সমাধান
রুমটির পরিসীমা
=২(১২+১৬)
=৫৬ ফুট
রুমটির ক্ষেত্রফল
=৫৬×৯'-৪" sft (লিন্টেল গভীরতা বাদ দিয়ে)
=৫২২.৪৮sft
দরজার ক্ষেত্রফল
=৭×৪sft
২৮ sft
জানালার ক্ষেত্রফল
=৪×৫ sft
=২০×২ sft
=৪০ sft
দরজা ও জানালার মোট ক্ষেত্রফল
=৬৮ sft
রুমটির মোট ক্ষেত্রফল =৫২২.৪৮-৬৮ Sft
=৪৫৪.৪৮sft
রুমটির আয়তন
=৪৫৪.৪৮×০.৮৩
=৩৭৭.২২Cft
মোট ইটের পরিমান
=৩৭৭.২২×১১.৫০
=৪৩৪০টি
....
ইটের গাঁথুনির কাজে কি কি বিষয় খেয়াল রাখা প্রয়োজন?
উ:নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হয়-
১. প্রথম শ্রেনীর ইট এবং পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা উচিত।
২. FM 1.5 গ্রেডেড বালি ব্যবহার করা উচিত।
৩. মিশ্রনে মসলার অনুপাত ১০" ক্ষেত্রে ১:৬ এবং ৫" ক্ষেত্রে ১:৪হবে। তবে এভারেজে দুটোর ক্ষেত্রে ১:৫।
৪. আধলার ব্যবহার এড়িয়ে চলা ভাল যদি প্রয়োজন না পড়ে।
৫. জোড়াগুলো ইটের সিলমোহর উপরে রেখে মসলাদ্বারা পূর্ণ করা উচিত।
৬. জোড়ের পুরুত্ব ১৩ মিমি এর বেশী যেন না যায়।
৭. জোড়াগুলোর মধ্যে যেন কোন ফাঁক না থাকে, প্রয়োজনে মশলা দ্বারা পূর্ণ করে সমতল করা অত্যাবশ্যকীয় ।
৮. ইটকে আস্তে আস্তে সম্পূর্ণ বেডের উপর মশলা বিছিয়ে চাপ দিয়ে বসানো উচিত ফলে মশলার সাথে ভাল ভাবে লেগে যায়।
৯.আনুভূমিক হবে সমস্ত কোর্সগুলো এবং সঠিকভাবে খাড়া হবে খাড়া জোড়াগুলো।
১০.সর্বোচ্চ ১.৫ মিটারের বেশী গাঁথুনী করা উচিত নয় একদিনে।
১১. কিউরিং ১০ দিন পর্যন্ত করা ভালো।

Offline Masuma Parvin

  • Sr. Member
  • ****
  • Posts: 323
    • View Profile
Re: ইট নিয়ে যত প্রশ্ন
« Reply #1 on: February 26, 2020, 04:51:14 PM »
Very informative post. :)

Offline parvez.te

  • Sr. Member
  • ****
  • Posts: 335
  • Nothing is impossible...
    • View Profile
Re: ইট নিয়ে যত প্রশ্ন
« Reply #2 on: April 07, 2020, 02:17:21 PM »
Nice writing...
Manik Parvez