Entertainment & Discussions > Football

খেলতে গিয়ে এবার প্রাণ হারালেন নাইজেরিয়ান ফুটবলার

(1/1)

Faruq Hushain:
খেলতে গিয়ে এবার প্রাণ হারালেন নাসারাওয়া ইউনাইটেডের ডিফেন্ডার চিনেমে মার্টিন্স। তবে ফুটবল খেলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফো।

গত রবিবার নাইজেরিয়ান প্রিমিয়ার লিগে এই দুর্ঘটনা ঘটে বলে ইএসপিএনকে জানান ক্লাবটির চেয়ারম্যান আইসাক দানলাদি।
 
এ ব্যাপারে তিনি বলেন, “খেলার সময় সে মাঠে লুটিয়ে পড়ে। তখনই তাকে দালহাতু আরাফ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে মারা যায়।”
 
আইসাক দানলাদি আরো বলেন, “নাইজেরিয়ান ফুটবলের জন্য এটি একটি দুঃখের দিন এবং আমরা শোকাহত।”

Navigation

[0] Message Index

Go to full version