Faculty of Humanities and Social Science > Creative Writing

লকডাউন ২০২০ (কবিতা)

(1/1)

Al Mahmud Rumman:
পাশে থেকো, পাশাপাশি নয়,
স্পর্শে ছড়ায় যেন দুঃসময়।

একা থাকো, তবে একলা না,
অবহেলায় মৃত্যু ডেকো না।

খবর নিও, বেঁচে থাকে যে,
মনে মনে মরে আছে নাকি।
করোনা মেরেছে কিছু আর-
বাকিরা দেয় হিসাবকে ফাঁকি।

লাশের গায়ে থাকে না লেখা,
কি দল করতো, মরলো কি করে।
লাশের মিছিল পৃথিবী জুড়ে,
সন্ত্রস্ত মন বারবার যায় মরে।



(লকডাউন ২০২০ – রুম্মান মাহমুদ)

Afroza Akhter Tina:
বাহ! মন ছুঁয়ে গেলো।


Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU

Navigation

[0] Message Index

Go to full version