রিক্সা ডাটাবেজের আওতায় আনা
ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, ঢাকা
সূচনাঃ রিকশা বা রিক্সা বা সাইকেল রিকশা একপ্রকার মানবচালিত যানবাহন।রিকশা তার উৎপত্তিক্ষেত্র জাপান থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে রিকশা একটি বহুল ব্যবহৃত পুরোন যানবাহন। এদেশের আনাচে কানাচে রয়েছে রিকশা। দেশটির রাজধানী ঢাকাকে বিশ্বের রিকশা রাজধানী বলা হয়। ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী, ঢাকার রিকশার ওপর নির্ভরশীল '২৭ লাখ জীবিকা' ঢাকার এসব রিকশার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২৭ লাখ মানুষের জীবিকা নির্ভর করে বলে গবেষণায় জানা যায়।
কেইস স্টাডি:
যে ভাবে আইডিয়াটি মাথায় আসলো। চাঁদপুর থেকে আমার শাশুড়ি ঢাকা আসে। রাতে ফেরার সময় কয়েকজন রিক্সা চালক মিলে টাকা পয়সা নিয়ে নেয়। তখন মনে হলো এদের কোন ডাটাবেজ নেই , নেই কোন মার্ক করার মত জিনিস। তাই প্রতিটি রিক্সাকে একটি সংখ্যার মাধ্যমে ডাটাবেজের আওতায় আনলে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
সংখ্যার মাধ্যমে ডাটাবেজে আনার সুবিধা কি কি হতে পারে ?
সংখ্যার মাধ্যমে চেনা যাবে
এক প্রকার নিবন্ধনের মধ্যে চলে আসবে
নিদিষ্ট এলাকায় চলাচল করতে পারবে
সংখ্যায় মার্কিং করা থাকলে যাত্রী রাতে বেলাও উঠতে সাহস পাবে
ড্যাফোডিলের কি সুবিধা?
ডাটাবেজ ড্যাফোডিলের কাছে থাকবে
ড্যাফোডিল স্মার্ট সিটি নাম, সবার মুখে মুখে পরিচিতি পাবে
যে সংখ্যাটি দেয়া হবে তার নিচে সৌজন্যে ড্যাফোডিল স্মাট সিটি লিখা থাকবে
এই ডাটাবেজের ফলে সরকার বা সশস্ত্র বাহিনীর সাথেও যৌথ উদ্যোগ হতে পারে
কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি হিসেবে ড্যাফোডিল পাবলিক যাতায়াতের সেফ্টি নিয়ে ভাবে
ভেরিফিকেশন?
রিক্সা ম্যানেজমেন্ট নামে অ্যাপ তৈরি করা যেতে পারে i.e Uber, Pathao
স্টিকার সম্বলিত বার কোড - অ্যাপের মাধ্যমে rickshaw ভেরিফিকেশন করা যেতে পারে
কি ভাবে করবো?
এলাকার লোকাল থানায় বিষয়টি নিয়ে আলোচনা
এলাকার লোকাল চেয়ারম্যান/মেম্বারদের সাথে আলোচনা