Science & Information Technology > Technology News

উইন্ডোজের সার্চ হাইলাইটস বন্ধ করবেন যেভাবে

(1/1)

Shahana Parvin:
উইন্ডোজ–১১ অপারেটিং সিস্টেমের ২১এইচ–২ সংস্করণে সার্চ হাইলাইটস নামের নতুন সুবিধা যোগ করেছে মাইক্রোসফট। এতে সার্চ প্যানেলের রূপ পরিবর্তন করে টাস্কবারেই সার্চ বক্স এবং সার্চ হোম আপডেট সুবিধা চালু করা হয়েছে। ফলে সহজেই সম্প্রতি ব্যবহার করা অ্যাপ ও ফাইলের তালিকা দেখার পাশাপাশি ভবিষ্যৎ ছুটির দিন, বার্ষিকী এবং অন্যান্য তথ্য জানা যায়। ব্যবহারকারীর অবস্থান ও সার্চ ফলাফলের ওপর ভিত্তি করে নিয়মিত তথ্য হালনাগাদ করায় অনেকেই ফিচারটি ব্যবহার করতে আগ্রহী নন। সেটিংস অপশন পরিবর্তন করে সহজেই উইন্ডোজ–১১ অপারেটিং সিস্টেমের ২১ এইচ ২ সংস্করণের সার্চ হাইলাইটস ফিচারের কার্যক্রম বন্ধ করা যায়। এ জন্য একসঙ্গে Windows এবং ‘I’ কী চেপে সেটিংস অ্যাপ চালু করতে হবে। এবার অ্যাপের বাঁ পাশের সাইডবার থেকে Privacy & Security অপশন নির্বাচন করে Search সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর সার্চ সেটিংস থেকে Show search highlights অপশন বন্ধ করতে হবে। সার্চ হাইলাইটস ফিচার বন্ধ হয়েছে কি না তা জানতে একসঙ্গে Windows এবং S চাপতে হবে।

dulal.lib:
Thanks.... for sharing Information.

Navigation

[0] Message Index

Go to full version