Science & Information Technology > Technology News

ক্রোম ব্রাউজারে আবারও নিরাপত্তাত্রুটি

(1/1)

Shahana Parvin:
বছরের শুরু থেকেই নিরাপত্তা নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। কারণ, জানুয়ারি মাস থেকেই বারবার নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে জনপ্রিয় ব্রাউজারটিতে। সমস্যা সমাধানে গত মাসের মাঝামাঝি সময়ে ব্রাউজারটির নতুন সংস্করণ উন্মুক্ত করে গুগল, কিন্তু কয়েক দিন পরেই সংস্করণটিতে নিরাপত্তা ত্রুটির খোঁজ মেলে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে ব্রাউজারটির নিরাপত্তা সমস্যার সমাধান করেছিল গুগল। কিন্তু আবারও সেই সংস্করণসহ ক্রোমের পুরোনো সব সংস্করণে বেশ কয়েকটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজারটি ব্যবহারে সতর্কও করেছে তারা। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে থাকা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। আর তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। সমস্যা সমাধানে গুগল ক্রোমের নতুন (৯৯.০.৪৮৪৪.৭৪) সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। গত সপ্তাহে উন্মুক্ত হওয়া গুগল ক্রোমের ৯৯.০.৪৮৪৪.৭৪ সংস্করণটিতে একাধিক নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে গুগল। আর তাই সংস্করণটি ডাউনলোড করলে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৬৫.৩৮ শতাংশ কম্পিউটারে ক্রোম ব্রাউজার ব্যবহার হয়ে থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

dulal.lib:
Thanks.... for sharing information.

Navigation

[0] Message Index

Go to full version