Science & Information Technology > Technology News

আবারও নিরাপত্তাঝুঁকিতে মাইক্রোসফটের এজ ব্রাউজার

(1/1)

Shahana Parvin:
দেড় মাসের মধ্যে আবারও বড় ধরনের নিরাপত্তাত্রুটির খোঁজ মিলেছে এজ ব্রাউজারে। এ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে ব্যবহারকারীদের কম্পিউটারে নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার অপরাধীরা। এজ ব্রাউজারের ৯৯.০.১১৫০.৩০ সংস্করণের আগের সব সংস্করণ ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে এজ ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজারটি ব্যবহারে সতর্কও করেছে তারা। ভারতের সরকারি প্রতিষ্ঠানটির দাবি, মাইক্রোসফটের তৈরি এজ ব্রাউজারে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ব্যবহারকারীদের যন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া যায়। সাইবার হামলা থেকে রেহাই পেতে ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণের এজ ব্রাউজার (৯৯.০.১১৫০.৩৯) ব্যবহারের অনুরোধ করেছে তারা। গত সপ্তাহে উন্মুক্ত হওয়া এজ ব্রাউজারটিতে নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করেছে মাইক্রোসফট। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় বেশি নিরাপদ থাকবে। বিশ্বজুড়ে প্রায় ৯.৫৪ শতাংশ কম্পিউটারে এজ ব্রাউজার ব্যবহার হয়ে থাকে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উন্মুক্তের পর এজ ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ফেব্রুয়ারি মাসের শুরুতে এজ ব্রাউজারের ৯৮.০. ১১০৮.৪৩ সংস্করণের আগের সংস্করণগুলোতে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়ে সবাইকে সতর্ক করেছিল ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

dulal.lib:
Thank you.... for sharing information

Navigation

[0] Message Index

Go to full version